- জনসংখ্যায় বাংলাদেশ :
১) বিশ্বে ৮ম
২) মুসলিম বিশ্বে ৪র্থ
৩) এশিয়ায় ৫ম
৪) সার্কভুক্ত দেশে ৩য় - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত (সেপ্টেম্বর-২০১৫) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা মোট জনসংখ্যা: ১৫,৯২,৩১,৯৬৭
- অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা মোট জনসংখ্যা: ১৫ কোটি ৭৯ লাখ
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যাঃ ১৬২,৪৪৫,৭৭৪(এপ্রিল ৫, ২০১৬)
বাংলাদেশের আদমশুমারি ১ম ১৯৭৪ সাল -৭,১৪,৭৯,০০০ জন
২য় ১৯৮১ সাল -৮,৭১,২০,০০০ জন
৩য় ১৯৯১ সাল -১০,৬৩,১৫,০০০ জন
৪র্থ ২০০১ সাল -১২,৪৩,৫৫,০০০ জন
৫ম ২০১১ সাল —১৪,২৩,১৯,০০০ জন
অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ২০১৪ : উল্লেখযোগ্য কিছু বিষয়
১.মোট জনসংখ্যাঃ ১৫ কোটি ৭৯ লাখ
২.জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬%
৩. পুরুষ-নারী অনুপাতঃ ১০৪.৯:১০০
৫. জনসংখ্যার ঘনত্বঃ ১০৩৫ জন ( প্রতি বর্গমিটারে )
৬.প্রত্যাশিত গড় আয়ুষ্কালঃ ৭০. ৭বছর; পুরুষ – ৬৯.৯ বছর নারী -৭১.৫বছর
৭. সাক্ষরতার হার(৭বছর+): ৬২.৩%
৮. কৃষিতে খাতে নিয়োজিত শ্রমিক: ৪৫.১%
৯. দারিদ্র্যের উর্ধ্বসীমা(%) জাতীয়: ৩১.৫%,
১০. দারিদ্র্যের নিম্নসীমা(%) ১৭.৬%
১১. চলতি মূল্যে মাথাপিছু আর্ন :১৩১৪ মার্কিন ডলার
১২.জাতীয় সঞ্চয়: ২৯.০১%
১৩. রপ্তানি আর্ন : ২২, ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার
১৪.বৈদেশিক মুদ্রার মজুদ> ২৪,১৪১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশ ব্যাংকের মতে > ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার)
১৫. প্রবাসীদের প্রেরিত অর্থ: ১২,৫৫২ মিলিয়ন মার্কিন ডলার((বাংলাদেশ ব্যাংকের মতে >১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার)
১৬, মোট তফসিলি ব্যাংক: ৫৬টি
১৭. মূল্যস্ফীতি : ৬.৪৬%
অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ :
১. জনসংখ্যা ( ২০১৩-২০১৪ সাময়িক প্রাক্কলন):১৫ কোটি ৫৮ লাখ
জনসংখ্যা ( ২০১১ শুমারি) ১৪ কোটি ৯৭ লাক ৭০ হাজার
২. জনসংখ্যা বৃদ্ধির হার :১.৩৭ %
৩.পুরুষ: মহিলা: ১০০.৩:১০০
৪ জনসংখ্যার ঘনত্ব : ১০১৫ জন/কি.মি
৫. স্থূল জন্মহার ( প্রতি ১০০০ জনে) : ১৯.২ জন
৬. স্থুল মৃত্যুহার : ৫.৫ জন
৭. শিশু মৃত্যুহার [ একছরের কমবয়সী( প্রতি হাজার জীবিত জন্মে)]: ৩৫ জন
৮.মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার: ২.১১ জন
৯. গর্ভনিরোধক ব্যবহারের হার : ৫৮. ৪%
১০. গড় আয়ুষ্কাল : ৬৯ বছর; পুরুষ>৬৭.৯ ও মহিলা>৭০.৩ বছর
১১.প্রথম বিবাহে গড় বয়স: পুরুষ ২৪.৯ বছর মহিলা ১৮.৬ বছর
১২.সাক্ষরতার হার ( ৭ বছর+) : ৫৭.৯% পুরুষ ৬১.১% মহিলা ৫৪.৮%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ৯২,৫১০টাকা বা ১,১৯০ মার্কিন ডলার
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি :৮৬,৭৩১ টাকা বা ১১১৫ মার্কিন ডলার
১৫. সরকারি হাসপাতালে শয্যাপ্রতি জনসংখ্যা ১৮৬০ জন
১৬. ডাক্তার প্রতি জনসংখ্যা : ২,৮৬০ জন
১৭. মোট শ্রমশক্তি (১৫+) : ৫.৪১ কোটি, পুরুষ- ৩.৭৯ কোটি, মহিলা- ১.৬২ কোটি
১৮. সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত : কৃষিখাতে, মোট শ্রমশক্তির ৪৭.৩০%
১৯. দারিদ্র্যের উধ্বসীমা : ৩১.৫০% জাতীয়
২০. দারিদ্র্যের নিম্নসীমা : ১৭.৬০% জাতীয়
২১. মোট ব্যাংক : ৫৬ টি, ব্যাংক বহিভুত প্রতিষ্ঠান : ৩১ টি (ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত)
২২. জাতীয় মহাসড়ক : ৩,৫৩৮ কিলোমিটার
২৩. আঞ্চলিক মহাসড়ক : ৪,২৭৮ কিলোমিটার
২৪. রেলপথ : ২,৮৮৭ কিলোমিটার
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস - প্রিলিমিনারি - বাংলাদেশ বিষয়াবলি - জনসংখ্যা"