খয়ের খাঁ (চাটুকার)

খণ্ড প্রলয় (ভীষণ ব্যাপার)

খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)

গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)

গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি)

গণেশ উল্টানো (উঠে যাওয়া, ফেল মারা)

গলগ্রহ (পরের বোঝা স্বরূপ থাকা)

গরজ বড় বালাই (প্রয়োজনে গুরুত্ব)

গরমা গরম (টাটকা)

গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা)

গুর খোঁজা (তন্ন তন্ন করে খোঁজা)

গুরু মেরে জুতা দান (বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ)

গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির আগেই আয়োজন)

গা ঢাকা দেওয়া (আত্মগোপন)

গায়ে কাঁটা দেওয়া (রোমাঞ্চিত হওয়া)

গাছে তুলে মই কাড়া (সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা)

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব গ্রহণ না করা)

গুরু মারা বিদ্যা (যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ)

গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী লোক)

গোঁয়ার গোবিন্দ (নির্বোধ অথচ হঠকারী)

গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া)

গোবর গণেশ (মূর্খ)

গোলক ধাঁধা (দিশেহারা)

গোঁফ খেজুরে (নিতান্ত অলস)

গোড়ায় গলদ (শুরুতে ভুল)

গৌরচন্দ্রিকা (ভূমিকা)

গৌরীসেনের টাকা (বেহিসাবী অর্থ)

গুড়ে বালি (আশায় নৈরাশ্য)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline