ইঁদুর কপালে (নিতান্ত মন্দভাগ্য)

ইঁচড়ে পাকা (অকালপক্ব)

ইলশে গুঁড়ি (গুড়ি গুড়ি বৃষ্টি)

ইতর বিশেষ (পার্থক্য)

উত্তম মধ্যম (প্রহার)

উড়নচন্ডী (অমিতব্যয়ী)

উভয় সংকট (দুই দিকেই বিপদ)

উলু বনে মুক্ত ছড়ানো (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)

উড়ো চিঠি (বেনামি পত্র)

উড়ে এসে জুড়ে বসা (অনধিকারীর অধিকার)

উজানে কৈ (সহজলভ্য)

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো)

ঊনপাঁজুড়ে (অপদার্থ)

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি)

এক ক্ষুরে মাথা মুড়ানো (একই স্বভাবের)

এক চোখা (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)

এক মাঘে শীত যায় না (বিপদ এক বারই আসে না, বার বার আসে)

এলোপাতাড়ি (বিশৃঙ্খলা)

এসপার ওসপার (মীমাংসা)

একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)

এক বনে দুই বাঘ (প্রবল প্রতিদ্বন্দ্বী)

এক ক্ষুরে মাথা মুড়ানো (একই দলভুক্ত)

এক করতে আর

এলাহি কাণ্ড (বিরাট আয়োজন)

ওজন বুঝে চলা (অবস্থা বুঝে চলা)

ওষুধে ধরা (প্রার্থিত ফল পাওয়া)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline