শহীদুল্লা কায়সার:
জন্মঃ ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনীতে;
মৃত্যুঃ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর “আল বদর বাহিনী” তাকে অপহরন করে।

শহীদুল্লা কায়সার পেশায় ছিলেন একজন সাংবাদিক;ঔপন্যাসিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন;তিনি ছিলেন ১৯৭১ এর একজন “শহীদ বুদ্ধিজীবী”;

সাহিত্যকর্মঃ
উপন্যাসঃ সারেং বউ (তাঁর প্রথম উপন্যাস, সমুদ্র উপকূলের জনপদের চিত্র, উপন্যাসটির জন্য তিনি “আদমজি পুরস্কার” ও “বাংলা একাডেমী পুরস্কার” পান), সংশপ্তক;

প্রবন্ধঃ পেশোয়ার হতে তাশখন্দ (ভ্রমনকাহিনী), রাজবন্দীর রোজনামচা (স্মৃতিকথা);

বিভিন্ন পরীক্ষায় আসা কিছু মূল্যবান তথ্যঃ শহীদুল্লা কায়সার পেশায় ছিলেন- সাংবাদিক;“সংশপ্তক”, “সারেং বউ” কার রচনা- শহীদুল্লা কায়সার;“সংশপ্তক”, “সারেং বউ” কোন ধরনের রচনা- উপন্যাস

আলাউদ্দিন আল আজাদ(১৯৩২-২০০৯):

তাঁর উল্লেখযোগ্য রচনা সমূহঃ

১.তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০), ২.শীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২), ৩.কর্ণফুলী (১৯৬২), ৪.ক্ষুধা ও আশা (১৯৬৪), ৫.খসড়া কাগজ (১৯৮৬), ৬.শ্যাম ছায়ার সংবাদ (১৯৮৬), ৭.জ্যোৎস্নার অজানা জীবন (১৯৮৬), ৮.যেখানে দাঁড়িয়ে আছি (১৯৮৬), ৯.স্বাগতম

ভালোবাসা (১৯৯০), ১০.অপর যোদ্ধারা (১৯৯২), ১১.পুরানা পল্টন (১৯৯২), ১২.অন্তরীক্ষে বৃক্ষরাজি (১৯৯২), ১৩.প্রিয় প্রিন্স (১৯৯৫), ১৪.ক্যাম্পাস (১৯৯৪), ১৫.অনূদিত অন্ধকার (১৯৯১), ১৬.স্বপ্নশীলা (১৯৯২), ১৭.কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা (১৯৯৬), ১৮.বিশৃঙ্খলা (১৯৯৭)

গল্প গ্রন্থঃ ১.জেগে আছি, ২.ধানকন্যা, ৩.মৃগনাভি, ৪.অন্ধকার সিঁড়ি, ৫.উজান তরঙ্গে, ৬.যখন সৈকত, ৭.আমার রক্ত স্বপ্ন আমার

কাব্য গ্রন্থঃ ১.মানচিত্র, ২.ভোরের নদীর মোহনায় জাগরণ, ৩.সূর্য জ্বালার স্বপন, ৪.লেলিহান পান্ডুলিপি

নাটকঃ ১.এহুদের মেয়ে, ২.মরোক্কোর জাদুকর, ৩.ধন্যবাদ, ৪. মায়াবী প্রহর, ৫.সংবাদ শেষাংশ। রচনাবলীঃ শিল্পের সাধনা এবং স্বাধীনতা যুদ্ধের ওপর লেখা বই “ফেরারী ডায়েরী (১৯৭৮)”

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline