📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস প্রিলিমিনারি ইংরেজি Sentence

শওকত ওসমান (১৯১৭-১৯৯৮):

উপন্যাসঃ জননী (প্রথম প্রকাশিত গ্রন্থ), ক্রীতদাসের হাসি (প্রতিকাশ্রয়ী কবিতা, এটার জন্য আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন), বনি আদম, রাজা উপাখ্যান, চৌরসন্ধি;

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য;

প্রবন্ধঃ সংস্কৃতির চড়াই উৎরাই;

নাটকঃ আমলার মামলা, কাঁকর মনি, তস্কর ও লস্কর;

গল্পঃ পিজরাপোল, জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধ বিষয়ক), ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (গল্পগ্রন্থের জন্য ফিলিপস পুরস্কার পান);

শিশুতোষঃ ওটেন সাহেবের বাংলো;

ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪):

কাব্যগ্রন্থ:

সাত সাগরের মাঝি,সিরাজাম মুনীরা,নৌফেল ও হাতেম ,মুহূর্তের কবিতা,ধোলাই কাব্য ,হাতেম তায়ী ,নতুন লেখা,কাফেলা ,হাবিদা মরুর কাহিনী,সিন্দাবাদ ,দিলরুবা

শিশুতোষ গ্রন্থ

পাখির বাসা ,হরফের ছড়া,চাঁদের আসর,ছড়ার আসর ,ফুলের জলসা

সৈয়দ আলী আহসান (১৯২২-২০০২):

কাব্যগ্রন্থঃ অনেক আকাশ,একক সন্ধ্যায় বসন্ত,সহসা সচকি্‌,উচ্চারণ ,আমার প্রতিদিনের শব্দ,প্রেম যেখানে সর্বস্ব

প্রবন্ধ গ্রন্থ

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ) [মুহম্মদ আবদুল হাইয়ের সাথে] (১৯৫৬),কবিতার কথা (১৯৫৭),কবিতার কথা ও অন্যান্য বিবেচনা (১৯৬৮),আধুনিক বাংলা কবিতা : শব্দের অনুষঙ্গে (১৯৭০),রবীন্দ্রনাথ : কাব্য বিচারের ভূমিকা (১৯৭৩), মধুসূদন : কবিকৃতি ও কাব্যাদর্শ

(১৯৭৬)আধুনিক জার্মান সাহিত্য (১৯৭৬)যখন কলকাতায় ছিলাম, আহমদ পাবলিশিং হাউজ, ২০০৪বাংলা সাহিত্যে ইতিহাস মধ্যযুগশিল্পবোধ ও শিল্পচৈতন্য

সম্পাদিত গ্রন্থঃ  পদ্মাবতী (১৯৬৮),মধুমালতী (১৯৭১)

অনূদিত গ্রন্থঃ ইকবালের কবিতা (১৯৫২),প্রেমের কবিতা (১৯৬০),ইতিহাস (১৯৬৮)

ইসলামী গ্রন্থঃ মহানবী,আল্লাহ আমার প্রভু

অন্যান্য গ্রন্থঃ যখন সময় এলো,রক্তাক্ত বাংলা,পাণ্ডুলিপি,বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা,রজনীগন্ধা,চর্যাগীতিকা,আমাদের আত্মপরিচয় এবং বাংলাদেশী জাতীয়তাবাদ,১৯৭৫ সাল, বাংলাদেশের সংস্কৃতি.

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস প্রিলিমিনারি ইংরেজি Sentence"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved