বিসিএস-প্রিলিমিনারি, বিসিএস-প্রিলিমিনারি-ইংরেজি, বিসিএস-প্রিলিমিনারি-ইংরেজি-Preposition, বিসিএস-প্রিলিমিনারি, ইংরেজি, Preposition

AT এর ব্যবহার

ছোট জায়গার পূর্বে at বসে।

at home, at school, at hotel, at the bus stop, at kamlapur (village), at mirpur (town)

বড় জায়গার পূর্বে In বসে।

in Dhaka (city), in london, in kushtia (district), in a country.

অফিস লাইব্রেরী ইত্যাদি ক্ষেত্রে যখন তার স্বাভাবিক উদ্দেশ্যের কথা বলা হয় তখন তার পূর্বে at বসে।

he is at the office (on duty)

অফিস ইত্যাদি building-এর মধ্যে position বোঝাতে বা inside the building বোঝাতে in বসে।

he is in the office (inside the office)

নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at বসে।

at 10 o’clock, at 9 a.m.

অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে in বসে।

In the morning, in the evening, in 2012.

গ্রাম বা ছোট শহরের নামের পূর্বে at বসে এবং বড় শহরের নামের পূর্বে বা দেশ বা মহাদেশের নামের পূর্বে in বসে। কিন্তু গ্রামে বা শহরে বা জেলায় বললে in a village, in a town, in a city, in a district হয়।

Example: Mamun lives at kamlapur (name of a village).Mamun lives in a village.

To, In, Into

কোন দিকে গতি বোঝালে To, ভিতরে স্থিতি বোঝালে In এবং ভিতরে দিকে গতি বোঝালে Into হয়।

He is going to school.He is in the school.He is entering into the class room.

By, With

ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝালে by এবং বস্ত্তর দ্বারা বোঝালে with হয়।

The rat was killed by the cat.Mamun killed the snake with a stick.

On, Upon, Over, Above

কোন কিছু ছুঁয়ে থাকলে উপরে অর্থে on, ছুয়ে না থাকলে উপরে (higher than) অর্থে over এবং অনেক উপরে অর্থে বা ঠিক উপরে অর্থে above হয়।

put the book on the table.The cat sprang upon the table.The fan is moving over his head.The fan is moving just above my head.The sky is above our head.

Between, Among

দুই এর মধ্যে between এর এবং দুই এর বেশির মধ্যে among হয়।

Since, For, From

Point of time বা কোন বিশেষ সময় থেকে বোঝাতে since ও from আর period of time অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সময়ের ব্যপ্তি বোঝাতে for ব্যবহৃত হয়।

He has been ill since  Sunday last.

I have not seen him from last week.

I have not seen him for a week.

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline