ওপেক (OPEC)
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC
প্রতিষ্ঠাকাল-১৯৬০
সদরদপ্তর-ভিয়েনা
OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries
OPEC এর বর্তমান সদস্য- ১২ টি
OPEC এর সদর দপ্তর- ভিয়েনা
OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া
সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া
G-8
G-8 এর পূর্ণনাম- Group of Eight
G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া)
G-8 এর সদর দপ্তর- নেই
বাণিজ্যিক ও অর্থনৈতিক সংস্থা, সংগঠন ও জোট
বিশ্ববাণিজ্য সংগঠন (WTO)
বিশ্ব বাণিজ্য সংগঠন প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫
সদস্য সংখ্যা- ১৫৩
সদর দপ্তর- জেনেভা
পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)
(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংগঠন কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংগঠন (World Trade Organization) নাম দেয়া হয় ।)
GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে
GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে
বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।