আরবলীগ (League of Arab States)
আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে)
আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে
আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়)
আরব লীগের সদর দপ্তর- কায়রো
সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে)
ইউরোপিয়ান ইউনিয়ন(EU)
ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU
প্রতিষ্ঠাকাল-১৯৯৩
সদরদপ্তর-ব্রাসেলস
European Union
ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল
ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে
আফ্রিকান ইউনিয়ন (AU)
আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU
AU এর পূর্ণরূপ- African Uninon
আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো
OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে
OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে
AU এর বর্তমান সদস্য- ৫৪ টি
AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া)
বর্তমান প্রধান- বিঙ্গু ওয়া মুথারিকা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।