📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

মহিলা বিশ্বকাপ ফুটবল:

> প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে (চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র)।

> ২০০৭ সালে পঞ্চম মহিলা বিশ্বকাপ ফুটবল-এ চ্যাম্পিয়ন হয় : জার্মানি।

> ২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : জার্মানি।

ফিফা কনফেডারেশন কাপ:

> প্রথম ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৯২ সালে (চ্যাম্পিয়ন আর্জেন্টিনা)।

> ফিফা কনফেডারেশন কাপের পূর্বনাম : কিং ফাহাদ কাপ (১৯৯৭ সালের নাম পরিবর্তন করা হয়)।

> ২০০৫ সাল থেকে ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় বছর পর পর : ৪ বছর।

> ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল : ৮টি।

> ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল : ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন দল, স্বাগতিক দেশ ও ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল।

> ২০০৯ সালে অষ্টম ফিফা কনফেডারেশন কাপ-এ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল।

> ২০১৩ সালে নবম ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে : ব্রাজিলে।

বিশ্ব যুব ফুটবল:

> বিশ্ব যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু হয় : ১৯৭৭ সালে, তিউনিশিয়া।

> প্রথম বিশ্ব যুব ফুটবলে চ্যাম্পিয়ন হয় : সোভিয়েত ইউনিয়ন।

> ১৮তম বিশ্ব যুব ফুটবল অনুষ্ঠিত হবে : ২০১১ সালে, কলম্বিয়া।

> ২০০৯ সালে বিশ্ব যুব ফুটবলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় : যথাক্রমে ঘানা ও ব্রাজিল।

এশিয়া কাপ ফুটবল:

> প্রথম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৫৬ সালে (চ্যাম্পিয়ন দ. কোরিয়া)।

> এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্য : ৪৬ (সর্বশেষ অষ্ট্রেলিয়া, ১ জানুয়ারি ২০০৬)।

> ২০০৭ সালের ১৪তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : ইরান।

> ২০১১ সালের ১৫তম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হবে : কাতার।

ইউরো ফুটবল:

> ইউনিয়ন অব ইউরোপীয় ফুটবল এসোসিয়েশন (UEFA ) গঠিত হয় : ১৫ জুন ১৯৫৪ সালে।

> ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের নাম : ইউরোপীয় নেশন্স কাপ।

> প্রথম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে, ফ্রান্সে (চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন)।

> ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় বছর: ৪ বছর  পর পর

> ২০১২ সালের ইউরো ফুটবলের আয়োজন : পোল্যান্ড ও ইউক্রেন (২০১৬ সালে ফ্রান্স)।

কোপা আমেরিকা কাপ:

> কোপা আমেরিকা কাপ শুরু হয় : ১৯১৬ সালে।

> কোপা আমেরিকা কাপের আয়োজক : CONMEBOL.

> CONMEBOL ফেডারেশনভূক্ত সদস্য দেশ : ১০টি; আর্জেনিটনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।

> ২০০৭ সালে ৪২তম কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল (রানার্সআপ আর্জেন্টিনা)।

> ২০১১ সালে ৪৩ তম কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হবে : আর্জেন্টিনায়।

আফ্রিকান নেশন কাপ:

> আফ্রিকা মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের নাম : আফ্রিকান নেশন কাপ।

> প্রথম আফ্রিকান নেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।

> ২০১০ সালের আফ্রিকান নেশন চ্যাম্পিয়ন হয় : মিশর (রানারআপ ঘানা)।

> আফ্রিকান নেশন কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে : যথাক্রমে ২০১২ সালে যৌথভাবে গ্যাবন ও নিরক্ষীয় গিনি এবং ২০১৪ সালে লিবিয়ায়।

কনকাকাফ গোল্ড কাপ:

> কনকাকাফ গোল্ড কাপের পূর্বনাম : কনকাকাফ চ্যাম্পিয়নশিপ।

> কনকাকাফ গোল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে।

> ২০০৯ সালে কনকাকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় : যুক্তরাষ্ট্রে, ৩-২৬ জুলাই ২০০৯; চ্যাম্পিয়ন মেক্সিকো।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved