
সরকারি কর্মকমিশন পিএসসির মাধ্যমে বিসিএস পরীক্ষা ছাড়া কোন ভাবেই নতুন জাতীয়কৃত শিক্ষালয়ের শিক্ষকদের ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা যাবেনা বলে জানিয়েছে বি সি এস সাধারণ শিক্ষা সমতিতি। একইসাথে শিক্ষা ক্যাডারে সকল পার্শ্ব প্রবেশ বন্ধ করার পাশাপাশি জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে তারা।
রোববার (২২শে অক্টোবর) দেশের ৬৩ জেলায় সমিতির জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে সাংবাদিকদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব দাবীর কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের চাকরির নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনার জন্য স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন, সরকারি কর্ম কমিশন গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগে জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত না করা এবং সম্প্রতি জাতীয়করণকৃত ১২টি মডেল কলেজের শিক্ষকদেরকেও অনুরূপ বিধিমালার আওতায় আনার দাবি জানানো হয়।
বি সি এস সাধারণ শিক্ষা সমিতির পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক পৃথকভাবে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ সমিতির সকল জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আরো পড়ুন: