
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৪
931. নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
- .jpg
- .exe
- .mpg
- .bmp
932. নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস?
- সিডি রম
- হার্ডডিস্ক
- রম(ROM)
- সি পি ইউ
933. এক কিলো বিট(kb) = কত বিট?
- ৮ বিট
- ২৫৬ বিট
- ৫১২ বিট
- ১০২৪ বিট
934. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
- RAM
- Terminal
- ClipBoard
- Hard Disk
935. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
- Read-out
- Read
- Read From
- উপরের সবগুলোই
936. নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
- Ekhanei.com
- google.com
- Olx.com
- amazon.com
937. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো –
- অর্থ সাশ্রয়
- স্থানের সাশ্রয়
- সময় সাশ্রয়
- উপরের সবকটি
938. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
- নির্ধারিত ফাইল কপি করা
- আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
- সর্বশেষ পরিবর্তন undo করা
- কোনোটিই নয়
939. কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে?
- এ্যালুমিনিয়াম
- সিলিকন
- প্লাস্টিক
- কোনোটিই নয়
940. কম্পিউটার সিস্টেমে এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
- Input
- Output
- উভয়েই
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৫
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৬
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯৭