
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৮৯
881. কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি ?
- বিনোদন যন্ত্র
- তথ্য বিনিময় যন্ত্র
- হিসাবের যন্ত্র
- প্রোগ্রামিং যন্ত্র
882. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার ?
- উইন্ডোজ ভিস্তা
- এম এস একসেস
- ওরাকল
- নোটপ্যাড
883. একজন ভাল কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুনাবলি কি ?
- Logical Mind
- Logical Program
- Logical Instructions
- Logical Thoughts
884. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়-
- সফটওয়্যার
- প্রোগ্রাম
- অপারেটিং সিস্টেম
- হার্ডওয়্যার
885. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
- বিজয়
- সুলেখা
- সুতনী
- রূপসা
886. কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
- এম এস ওয়ার্ড
- পাওয়ার পয়েন্ট
- নোট প্যাড
- এম এস এক্সেল
887. Which will be the most suitable computer programme that you can use to prepare your biodata ?
- MS word
- MS excel
- Power point
- Oracle
888. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমন করে ?
- ২৬ এপ্রিল, ১৯৯৮
- ২৬ মে, ১৯৯৮
- ২৬ এপ্রিল, ১৯৯৯
- ২৬ মে, ১৯৯৯
889. Which of the following is an operating system ?
- Unix
- Oracle
- Excel
- power point
890. কোনটি অপারেটিং সিস্টেম ?
- বেসিক
- উইন্ডোজ- ২০০০
- কোবল
- কোয়াট্রোপ্রো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯০
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯১
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৯২