
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭২
711. কোন অক্ষরটি হেক্সাডেসিমেল গননা পদ্ধতির একটি মান নির্দেশ করে ?
- F
- G
- H
- K
712. হেক্সাডেসিমেল গননায় মৌলিক অংক কয়টি ?
- ১০ টি
- ৮ টি
- ১২ টি
- ১৬ টি
713. হেকসাডেসিমেল নম্বর গঠনের সংমিশ্রন হল-
- বাইনারী ও ডেসিমেল নম্বরের
- অক্ষর ও ডেসিমেল ডিজিট
- বাইনারি ও অকটাল নম্বর
- অকটাল ও ডেসিমেল নম্বর
714. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ?
- পাওয়ার পয়েন্ট
- এম এস এক্সেল
- সি
- উইন্ডোজ
715. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন –
- উচ্চতর ভাষায়
- প্যাকেজের ভাষায়
- মেশিনের ভাষায়
- এসেম্বলি ভাষায়
716. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় –
- অব্জেক্ট প্রোগ্রাম
- কম্পাইলার
- ডেটাবেইস
- এসেম্বলি
717. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
- C++
- ADA
- FORTRAN
- PASCAL
718. প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয়-
- Enconding
- Amending
- Debugging
- Correction
719. সুডো কোন ভাষার শব্দ ?
- ইংরেজী
- ইতালীয়
- গ্রিক
- ল্যাটিন
720. প্রোগ্রামের ভিত্তি কোনটি ?
- কোডিং
- ডিবাগিং
- প্রবাহচিত্র বা ফ্লোচার্ট
- সুডো কোড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুন:
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭৩
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭৪
বিসিএস – কম্পিউটার বেসিক – BCS – Computer Basic – কুইজ মডেল টেস্ট অনুশীলন – ৭৫