বিপণন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1387
13861. উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কে?
- সরবরাহকারী
- মধ্যস্থ ব্যবসায়ী
- দালাল
- ফড়িয়া
13862. পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
- প্রমিতকরণ
- পর্যায়িতকরণ
- গুদামজাতকরন
- পরিবহন
13863. কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
- ক্রয়
- বিক্রয়
- উৎপাদন
- রপ্তানি
13864. মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
- শারীরিক
- মানসিক
- নৈতিক
- অন্যান্য
13865. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
- স্বত্বগত
- সময়গত
- স্থানগত
- ঝুঁকিগত
13866. কোনটি বিজ্ঞাপনের প্রভাবে ঘটে?
- পণ্যের বাজার সম্প্রসারিত হয়
- ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে
- সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে
A,B,C
13867. নিচের কোনটি একজন বিক্রয়কর্মীর অন্যান্য গুণাবলীর অন্তর্ভুক্ত?
- শিক্ষা ও অভিজ্ঞতা
- বিপণন সম্পর্কে জ্ঞান
- হিসাবে পারদর্শিতা
A,B,C
13868. বিপণনের প্রধান কার্যাবলীর সংখ্যা কয়টি?
- ৮টি
- ৯টি
- ১০টি
- ১১টি
13869. বিপণনের অন্য নাম কী?
- উৎপাদন
- ক্রয় বিক্রয়
- বাজারজাতকরণ
- বিক্রয়
13870. কিভাবে পণ্যদ্রব্যের মালিকানা সৃষ্টি হয়?
- ক্রয়ের মাধ্যমে
- বিজ্ঞাপনের মাধ্যমে
- বিক্রয়ের মাধ্যমে
- রপ্তানির মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিপণন - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1387"