বিপণন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1389
13881. একজন বিক্রয়কর্মীর নৈতিক গুনাবলীর অন্তর্ভুক্ত কোনটি?
- সততা ও বিশ্বস্ততা
- মার্জিত ব্যবহার
- মেলামেশার ক্ষমতা
A,B,C
13882. শিল্পজাত হলো-
- রেডিও টিভি ফ্রিজ
- কাগজ কলম পেন্সিল
- মাছ
A,B
13883. শিল্পজাত পণ্য হলো-
- ফ্রিজ ও টেলিভিশন
- কাগজ ও কলম
- মাছ ও মাংস
A,B
13884. জনসাধারণের চলাফেরা যেখানে বেশি সেখানে কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করা উত্তম?
- সংবাদপত্র
- প্রচারপত্র
- প্রাচীর পত্র
- নিয়ন আলো
13885. বিক্রয়ের সাথে জড়িত-
- পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ
- ক্রেতা অনুসন্ধান
- মূল্য নির্ধারণ
A,B,C
13886. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ তৈরি হয়?
- স্বত্বগত
- সময়গত
- মালিকানাগত
- স্থানগত
13887. গুনাবলী হলো বিক্রয়কর্মীর নৈতিক-
- সততা ও বিশ্বস্ততা
- ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
A,C
13888. পণ্যসামগ্রীকে নষ্ঠ বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা হয়?
- প্রমিতকরণ
- পর্যায়িতকরণ
- গুদামজাতকরণ
- মোড়কিকরণ
13889. বন্টন প্রণালি নির্ধারণে পণ্য সম্পর্কীয় বিবেচনার মধ্যে পড়ে-
- প্রতি একক পণ্যের মূল্য
- পণ্যের ওজন
- পণ্যের পচনশীলতা
A,B,C
13890. ঔষধ কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করবে?
- বিজ্ঞাপনী ফলক
- পরিবহন
- নমুনা
- প্রাচীর পত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিপণন - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-9"