বারিমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2097
20961. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
- ব্যারোমিটার
- ফ্যাদোমিটার
- সেক্সট্যান্ট
- সিসমোগ্রাফ
20962. পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি?
- পোন্টারিকো
- ম্যারিয়ানা
- শুন্ডা
- ফ্লেপোর্তা
20963. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
- ৭১৫ কি.মি.
- ৭১৬ কি.মি.
- ৮১৫ কি.মি.
- ৭৪৫ কি.মি.
20964. পৃথিবী নিজ মেরুতে আবর্তন করলে সৃষ্টি হয়-
- কেন্দ্রাতিগ বল 2. কেন্দ্রাবিমুখীবল 3. বিকর্ষণ শক্তি
A,C
20965. মহীসোপান খুবই সরু কোন মহাদেশের?
- এশিয়া
- ইউরোপ
- আফ্রিকা
- অস্ট্রেলিয়া
20966. শৈলশিরার উৎস কোনটি?
- আগ্নেয়গিরির লাভা
- কঠিন শিলা
- দোঁয়াশ ও বেলে পাথর
- প্রাণির ধ্বংসাবশেষ
20967. বঙ্গোপসাগরে মৎস প্রজাতির সংখ্যা কত?
- 442
- 336
- 19
- 715
20968. নিচের উদ্দীপকটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
- নাহিনকে তার স্যার জানায় যে, মেরু অঞ্চলে প্রচন্ড ঠান্ডা। এখানকার সমুদ্রস্রোতগুলো প্রায় বার মাসই বরফে ঢাকা থাকে। পানি খুবই ঠান্ডা ও ভারী।উদ্দীপকে উল্লেখিত সাগর হতে কোন ধরনের স্রোতের সৃষ্টি হয়?
20969. উক্ত স্রোতের প্রধান বৈশিষ্ট্য-
- উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চল হতে আসে বলে এটি শীতল স্রোত
- এ স্রোতের পানি শীতল ও ভারী বলে অন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয়
- এ স্রোতের প্রভাবে শীতের প্রকোপ বৃদ্ধি পায়
A,B,C
20970. ম্যারিয়ানা খাত কোন দ্বীপে অবস্থিত?
- আলাস্কা দ্বীপে
- গুয়াম দ্বীপে
- পোটোরিকো দ্বীপে
- শুন্ডা দ্বীপে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বারিমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-6"