বারিমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2095
20941. প্রধান প্রধান সমুদ্রস্রোতগুলো সৃষ্টির কারণ-
- অয়ন বায়ু 2. পশ্চিমা বায়ু 3. মেরু বায়ু
A,B,C
20942. জোয়ার ভাটার ফলে নদীতে কোনটি ঘটে?
- লবণাক্ততা বৃদ্ধি পায়
- পানির ঘনত্ব বেড়ে যায়
- নদী নাব্যতা বাড়ায়
- নদীখাত গভীর হয়
20943. উষ্ণ ও শীতল স্রোত মিলনের ফলাফল-
- ঘন কুয়াশা 2. ঘূর্ণিবাত 3. ঝড় ঝঞ্চা
A,B,C
20944. উষ্ণ স্রোতে বায়ু কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যায়?
- নিরক্ষরেখা থেকে বিষুব রেখা
- নিরক্ষরেখা থেকে মেরুরেখা
- বিষুবরেখা থেকে নিরক্ষরেখা
- মেরু থেকে নিরক্ষরেখা
20945. জোয়ার ভাটার সৃষ্টির কারণ হল-
- সূর্যের তাপে পানি বাষ্প হয় বলে
- পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি কেন্দ্রাতিক বলের কারণে
- চাঁদ ও সূর্যের আকর্ষণের কারণে
B,C
20946. উষ্ণ স্রোত গুরুত্বপূর্ণ কারণ-
- এর ফলে বন্দরের ব্যবহার বৃদ্ধি পায়
- এর অনুকূলে জাহাজ দ্রুত চলতে পারে
- এর প্রভাবে বৃষ্টিপাতও ঘটে থাকে
A,B,C
20947. পানির মধ্যে শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড?
- 1225
- 750
- 1475
- 1575
20948. সঞ্চালন স্রোত তৈরি হয়-
- সমুদ্রের উপরের অংশের স্রোত
- সমুদ্রের গভীর অংশের স্রোত
- সমুদ্রের নিমজ্জিত স্রোত
B,C
20949. জোয়ার ভাটার ফলে-
- আবর্জনা সমূহ সাগরে গিয়ে পড়ে
- সেচ কাজে সুবিধা হয়
- ব্যবসা-বাণিজ্য সুবিধা হয়
A,B,C
20950. কখন নদীতে জোয়ারের সময় বান ডাকার ফলে অনেক সময় নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায়?
- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে
- অমাবস্যা তিথিতে
- পূর্ণিমা তিথিতে
- কোনোটি নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বারিমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2095"