বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1660
16591. সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের কী?
- উদ্দেশ্য
- লক্ষ্য
- কার্যক্রম
- বাধ্যবাধকতা
16592. বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কী সৃষ্টি করে?
- শিল্পের উন্নয়ন
- সঞ্চয় প্রবণতা
- ঋণ ণিয়ন্ত্রণ
- বিনিময়ের মাধ্যম
16593. বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে কীভাবে?
- প্রত্যক্ষভাবে
- পরোক্ষভাবে
- সমানুপাতিক হারে
- প্রগতিশীল হারে
16594. ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে কীভাবে?
- ব্যাংকের সাথে হিসাব খুলে
- ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করিয়ে
- গ্রাহকের চেক ইস্যু করে
- সরকারি হিসাবে অর্থ জমা করে
16595. বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি-
- তারল্য নীতি
- সেবা প্রদান
- নিরাপত্তা বিধান
A,B,C
16596. বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে-
- ট্রাভেলার চেক হতে
- প্রত্যয়পত্র হতে
- ব্যাংক ড্রাফট হতে
A,C
16597. অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে-
- শিল্পে
- বাণিজ্যে
- শিক্ষায়
A,B,C
16598. বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে-
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- সমবায় ব্যাংক
16599. বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কীরুপ হওয়া আবশ্যক?
- বিনিময়ের মূল্যে পরিমাপযোগ্য
- সেবার মূল্যে পরিমাপযোগ্য
- যেকোনো মূল্যে পরিমাপযোগ্য
- অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য
16600. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়?
- মুরুব্বি
- মধ্যমণি
- চালিকাশক্তি
- মাদার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1660"