বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1667
16661. বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কী?
- মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণ দান
- আমানত গ্রহণ ও ঋণপ্রদানচেক
- ড্রাফ্ট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়বিক্রয়হুন্ডি বাট্টাকরণ ও বিনিময় বিলের ঋণদান
16662. বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?
- প্রকল্পভিত্তিক
- বিনিয়োগভিত্তিক
- মুনাফাভিত্তিক
- জনকল্যাণভিত্তিক
16663. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্রাংকব প্রদত্ত ধারের ওপর কী প্রদান করে থাকে?
- বাট্টা
- সুদ
- সম্পত্তি
- শেয়ার
16664. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
- ব্যবসায় প্রতিষ্ঠানে
- বৈদেশিক অর্থনীতিতে
- সরকারকে
A,C
16665. কীসের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ সেবা প্রদান করে?
- সুদ
- মুদ্রা
- বাট্টা
- কমিশন
16666. কোন সেবার মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান সামগ্রী জমা রাখে?
- ডিপিএস
- ই-ব্যাংকিং
- সঞ্চয়পত্র
- লকার
16667. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের জন্য কোন ধরনের উন্নত প্রযুক্তির সেবা প্রদান করে?
- অনলাইন এবং ATM বুথ ও কার্ড ব্যাংকিং
- হোম ব্যাংকিং
- কম্পিউটারাইজড ব্যাংকিং
- লকার সুবিধা
16668. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
- চেক প্রদান
- ক্রেডিট কার্ড প্রদান
- পে-অর্ডার প্রদান
A,B,C
16669. বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো-
- নিরীক্ষকের ভির
- বিজ্ঞাপন
- বিমা প্রিমিয়াম
A,B,C
16670. বাণিজ্যিক ব্যাংকের মূলধন-
- ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়
- বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়
- ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1667"