বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1666
16651. বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে?
- শেয়ার
- ঋণপত্র
- সরকালি সিকউরিটি
A,B,C
16652. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
- নিরাপত্তা
- অর্থনৈতিক স্থিতিশীলতা
- শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
- মূলধন গঠন
16653. গৃহনির্মাণ ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন ব্যাংকের কোন ধরনের কাজ?
- অর্থনৈতিক
- সামাজিক
- পারিবারিক
- সাম্প্রদায়িক
16654. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে?
- সমবায় ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- মার্চেন্ট ব্যাংক
16655. বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম বহির্ভূত কোনটি?
- ক্রেডিট কার্ডে
- পে-অর্ডার
- হুন্ডি
- ব্যাংক ড্রাফট
16656. ব্যাংক বিনিময়ের মাধ্যমে কী করে?
- অর্থ স্থানান্তর
- মূল্য পরিমাপ
- সঞ্চয় বৃদ্ধি
- তথ্য সরবরাহ
16657. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
- ঋণ প্রদান
- সঞ্চয় বৃদ্ধি
- মুনাফা অর্জন
- সুদ অর্জন
16658. অর্থসম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে কী করা হয়?
- সীমিত আকারে উন্নত
- ব্যাপক ভিত্তিতে উন্নত
- বৈষম্যের ভিত্তিতে উন্নত
- সমান তালে উন্নত
16659. দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়ে থাকে?
- ৫ বা ততোধিক বছরের জন্য
- ৩ বা ততোধিক বছরের জন্য
- ৮ বছরের জন্য
- ১০ বছরের জন্য
16660. বাণিজ্যিক ব্যাংক আর্ন করে থাকে-
- বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে
- শেয়ার ক্রয়-বিক্রয় করে
- প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1666"