জেএসসি-বাংলা-1-গদ্য-4-বাঙালির-বাংলা – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 207
বাঙালির বাংলা | 2061. মানুষকে ভ্রান্তির পথে নিয়ে যায়-
- দিব্যদৃষ্টি
- অবিদ্যা
- অবিশ্বাস
- আত্মত্যাগ
2062. বাংলার কোনটি কখনও ফুরাবে না?
- জল
- স্বর্ণরেণু
- মাছ
- কয়লা
2063. বাঙালির দাসত্ব দেখে লেখকের বক্ষ মন্থন করে কী আসে?
- ঐশী শক্তি
- ক্রোধ
- প্রলয়ের কম্পন
- অশ্রু
2064. ‘ক্ষাত্রশক্তি’ শব্দের অর্থ কী?
- অলৌকিক ক্ষমতা
- ঐশ্বরিক ক্ষমতা
- জ্ঞান আহরণের ক্ষমতা
- যুদ্ধ করার ক্ষমতা
2065. বাংলার শিয়রে গিরি হিমালয় কিসের মতো জেগে আছে?
- প্রহরীর মতো
- স্তম্ভের মতো
- বীরের মতো
- দারোয়ানের মতো
2066. ‘বাঙালির বাংলা’ কী ধরনের সাহিত্য?
- গল্প
- প্রবন্ধ
- উপন্যাস
- কথিকা
2067. সব অসৎ শক্তিকে পরাজিত করে, পূর্ণতার পথে নিয়ে যায়-
- সত্ত্বগুণ
- ঐশী শক্তি
- বাড়ত্ব
A,B
2068. বাংলার মাঠে মাঠে চড়ে বেড়ায়-
- ধেনু
- ছাগ
- মহিষ
A,B,C
2069. ক্ষাত্রশক্তি না জাগলে কোন শক্তি কোনো কাজে লাগে না?
- জ্ঞানশক্তি
- কর্মশক্তি
- দিব্যশক্তি
- দিব্যশক্তি
2070. প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম কোথায় যোগদান করেন?
- বাঙালি পল্টনে
- পাকিস্তানি পল্টনে
- আফগান পল্টনে
- কলকাতা পল্টনে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাঙালির বাংলা - জেএসসি বাংলা - 1 - গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 207"