****বাংলা নিয়ে কিছু পরামর্শ****
বাংলা নিয়ে কিছু বলার চেষ্টা করি—-
বাংলা এটিও চর্চার বিষয়,আমাদের উচিত যেকোনো পরীক্ষাতে সবই পারতে হবে বা সব প্রশ্নই উত্তর করতে হবে এমন প্রবণতা বাদ দেয়া, এমনটি ভেবে বেশিরভাগ স্টুডেন্টরা সাধারন প্রস্তুতিকে অসাধারন কঠিন করে ফেলে, বি সি এস পরীক্ষার জন্য ভালমতো প্রস্তুতি নিলে অন্যান্য অনেক পরীক্ষাতেই কাজে আসে এটা আগেও বলেছি,আপনাদের উচিত প্রতিটা বিষয় আগে একবার হলেও মোটামুটিভাবে প্রস্তুত করে ফেলা, বাংলার ক্ষেত্রেও একই,আসলে প্রিলির জন্য আলাদা প্রস্তুতি আবার লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি বিষয়টা ঠিক এমন নয়, উচিত হচ্ছে প্রিলির সময়ই লিখিত পরীক্ষার জন্য কিছুটা স্টাডি এগিয়ে রাখা , তারমানে কি এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য বড় প্রশ্ন মুখস্থ করতে হবে??? বিষয়টা এমন নয়, এখন যেকোনো কিছু একটু details স্টাডি করে নিজের conception টা clear রাখুন, লিখিত পরীক্ষায় বেশির ভাগ প্রশ্ন নিজের মত করে গুছিয়ে বানিয়েই লিখতে হয়, এই ক্ষেত্রে যে যত সুন্দর করে বিভিন্ন reference সহ গুছিয়ে লিখতে পারবে তার নম্বরও তত ভালো আসার সম্ভাবনা বেশি,আপনার knowledge থাকলে প্রশ্ন কমন না থাক্লেও ভালো লিখে আসতে পারবেন, এর আগেও বলেছি যে আগে থেকে মোটামুটি একটা প্ল্যান করে রাখবেন যে কি টাইপ প্রশ্নের উত্তর কিভাবে লেখা শুরু করবেন, আবারও বলছি অযথা random স্টাডি না করে গুছিয়ে প্ল্যান করে অল্প স্টাডি কর সেটা কাজে আসবে, এবার আসি বাংলাতে ভালো করতে হলে আপনি যেসব স্টাডি করতে পারেন —
১- প্রথমে নবম-দশম শ্রেণীর বোর্ডের ব্যাকরণ বই থেকে শব্দ, সমাস, ধ্বনির পরিবর্তন , বচন, কারক ও বিভক্তি,সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ, উপসর্গ, যতিচিহ্ন , এক কথায় প্রকাশ , বাগধারা , বিপরীত শব্দ , প্রতিশব্দ এগুলো স্টাডি করে ফেলুন ।
২- HSC এর বাংলা সাহিত্য বই থেকে অস্তিবাচক ও নেতিবাচক বাক্য গুলো দেখে নিন এবং বিখ্যাত গল্প যেমন হৈমন্তী , বিলাসী বা কবিতা থেকে দুই চারটা লাইন মার্ক করে রাখুন যেটি আপনি লিখিত পরীক্ষায় reference হিসেবে ব্যবহার করবেন, একটা বিষয়ের সাথে আরেকটি বিষয় correlate করে স্টাডি করতে পারাটা একটা credit এর বিষয়, যেমন আপনি সাধারন জ্ঞান এর পরিবেশ নিয়ে যেকোনো প্রশ্নের উত্তরটা তো ‘বৃক্ষ’কবিতার লাইন দিয়েও শুরু করতে পারেন,আমি জাস্ট একটা উদাহরন দিলাম মাত্র ।
৩- এরপর সউমিত্র শেখর স্যার এর বাংলা বই থেকে পরিভাষা, ব্যাকরণ থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো দেখে নিন, আর সাহিত্য স্টাডি করার আগে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিন, তারপর আগে উল্লেখযোগ্য ও বিভিন্ন যুগের বিখ্যাত সাহিত্যিকদের সম্পর্কে ছোট প্রশ্নগুলো দেখে ফেলুন, এরপর বিখ্যাত বই নিয়ে যে summary এবং বিখ্যাত বইগুলোর প্রধান চরিত্রগুলো একবার দেখে ফেলুন,আপনি সাহিত্যের যুগগুলো অনুযায়ী ভাগ করে নিয়ে পড়তে পারেন ।
৪- আপনার বন্ধু সার্কেলে যার একটু বাংলা উপন্যাস এবং সাহিত্যচর্চার অভ্যাস আছে তার থেকে বিভিন্ন বিখ্যাত গল্প উপন্যাস এর মুলকাহিনী শুনে একটা খাতায় লিখে রাখতে পারেন ( যদি আপনার সাহিত্যচর্চার অভ্যাস না থাকে বা বিভিন্ন গল্প উপন্যাস কম পড়া থাকে ), বি সি এস কে উপলক্ষ বানিয়ে আবার সাহিত্য বিশারদ হবার চেষ্টা করবেন না, তাহলে অন্যান্য বিষয়ে সময় না দিতে পারার সম্ভাবনা বাড়বে,সবসময় একটা কথা খেয়াল রাখবেন একটা পরীক্ষাতে সবই পারতে হবে তা নয় কিন্তু, average প্রতিটা পরীক্ষা ভালো দিয়ে লিখিত পরীক্ষাতে ভালো নম্বর পাবার সম্ভাবনাটার দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে ।
৫- একটু বানিয়ে সাহিত্য টাইপ লেখা লেখার অভ্যাস কর, যেমন শীতের সকালের একটা কাব্যিক বর্ণনা লিখুন,বাক্যে কিছু সুন্দর শব্দ ব্যাবহারের চেষ্টা কর,এজন্য বিভূতিভূষণের লেখাগুলো একটু পড়ুন, যেমন লিখিত পরীক্ষায় ভাব সম্প্রসারন বা ৬ টি বাক্যে প্রবাদের নিহিতার্থ প্রকাশ এসব নিয়ে যে বাক্যগুলো লিখবেন তার প্রতিটা বাক্য যেন আলাদা weight carry করে, একটু ভাব গাম্ভীর্যপূর্ণ যেন হয় ।
৬- সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তরগুলো কিছু না চাইলেও প্রাসঙ্গিক একটু details লিখে আসবেন, যেমন চর্যাপদ নিয়ে প্রশ্ন থাকলে আপনি চর্যাপদের ২-৪ টা লাইন লিখে আসতে পারেন ।
৭- সাধারন জ্ঞানের বিভিন্ন ডাটা ছক ইত্যাদি আপনি বাংলা রচনাতে refrence হিসেবে লিখতে পারেন, সংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদও আপনি reference হিসেবে লিখতে পারেন ।
*** মোটকথা নিজেকে যতটা পারুন প্রস্তুত কর,অবশ্যই বিগত বছরের প্রশ্নুগুলো নিয়ে একটু ভাবুন যে এই টাইপ প্রশ্নের উত্তর কিভাবে বা কতভাবে আপনি শুরু করতে পারবেন,প্ল্যান কর,যেন নিজের স্টাডি টা কে পুরোটাই কাজে লাগানো যায় । চেষ্টা চালিয়ে যান, আর আবারও বলছি ছোট বড় সব ধরনের পরীক্ষাতে অংশগ্রহন করবেন , must must must. কারন সবার আগে আপনার পায়ের নিচে আগে মাটি দরকার দাঁড়ানোর মত, প্রতিটা চাকুরীর সিট সংখ্যা সীমিত ,কিন্তু candidate অনেক বেশি,তাই আগে চেষ্টা করবেন যেকোনো একটা চাকুরী পেতে পরে চেষ্টা করবেন যত ভালো পজিশনে যাওয়া যায় । লেখায় অনাকাঙ্ক্ষিত কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী, আর আমার পরামর্শই standard এমনটা নয়, আমি আপনাদের জাস্ট একটু গাইড দেয়ার চেষ্টা করছি মাত্র , ভালো থাকবেন, may god always bless you guys, good luck .
আরো পড়ুন:
0 responses on "বাংলা নিয়ে কিছু পরামর্শ"