
মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন অপারেটর বাংলালিংক আগামী তিন বছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ অপারেটরটির ফোরজি সেবা চালু ও ডিজিটাল অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের (সাবেক ভিম্পেলকমের) সিইও জন ইভস, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান ও হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ।
ভিওনের সিইও জন ইভস জানান, ভিওন বাংলালিংককে দেশের শীর্ষস্থানীয় যোগাযোগ এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এর মাধ্যমে ভিওন বাংলাদেশে ফোরজি সেবা চালু এবং ডিজিটাল অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। ভিওন সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ডিজিটাল দুনিয়ার সাথে সংযুক্ত করতে চায়।
বাংলালিংক কর্তৃপক্ষজানায়, অপারেটরটি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। জাতীয় তহবিলে বাংলালিংকের অবদান ২.৪ বিলিয়ন ডলার।
বিশ্বের বিভিন্ন দেশ অ্যাকটিভ রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (আরএএন) শেয়ারিং অনুমতি দেয় উল্লেখ করে বাংলালিংক কর্তৃপক্ষবলেন, টুজি, থ্রিজি, ফোরজি এবং পরবর্তীতে প্রযুক্তি শেয়ারিং চালু করা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ফোরজি কাভারেজকে বর্তমান টুজি বা থ্রিজির সমপর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো পড়ুন: