“বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 184
1831. জনাব মিজান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি তার হিসাব থেকে সপ্তাহে এক অথবা দুবার টাকা তোলেন। তার হিসাবটি –
- চলতি হিসাব
- সঞ্চয়ী হিসাব
- স্থায়ী হিসাব
- অস্থায়ী হিসাব
1832. সরকারি অর্থ ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকে রাষ্ট্রের –
- সব ধরনের আয়-ব্যয়
- ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা
- ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের উপায়
- সব ধরনের ব্যয়ের হিসাব
A,B,C
1833. ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
- আন্তর্জাতিক ব্যাংক
- শিল্প ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- বিনিময় ব্যাংক
1834. বাংলাদেশ কী ধরনের দেশ?
- উন্নত
- অনুন্নত
- উন্নয়নশীল
- নিম্ন আয়ের
1835. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি?
- ঋণদান করা
- বিনিময় হার ঠিক করা
- অর্থ স্থানান্তর করা
- মুদ্রা প্রচলন করা
1836. নিচের কোন কাজটি সোনালী ব্যাংকের?
- বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেওয়া
- বৈদেশিক ঋণের হিসাব রাখা
- জমিতে সেচের নলকূপ স্থাপনে অর্থ দেওয়া
- বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করা
1837. বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে –
- বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা
- মূল্যবান মুদ্রার প্রচলন
- বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ
- আর্থিক উপদেষ্টা হিসেবে
A,C
1838. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে কোনটির মাধ্যমে?
- ড্রাফট
- হুন্ডি
- চেক
- বন্ড
1839. কোনটি বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
- ব্যাংক ড্রাফট
- নোট প্রচলন
- বৈদেশিক ঋণের হিসাব করা
- ঋণ নিয়ন্ত্রণ
1840. কোনটি বাংলাদেশের দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
- ইসলামী ব্যাংক
- সোনালী ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- উত্তরা ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এস.এস.সি হিসাববিজ্ঞান
এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 184"