এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 181
1801. নূরজাহান বেগমকে ঋণ প্রদানকারী সংস্থার ভূমিকা হলো –
- জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা
- নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান
- গ্রামীণ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করা
B,C
1802. জনসাধারণের অর্থ জমা রাখা ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে কী বলে?
- ব্যাংক
- বীমা কোম্পানি
- মহাজনি ব্যবসা
- এনজিও
1803. আবগারি শুল্ক ধার্য করা হয় যে ধরনের দ্রব্যের উপর –
- চিনি
- লবণ
- তামাক
- চা
A,C
1804. কোনটি সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে?
- কেন্দ্রীয় ব্যাংক
- প্রাইম ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
1805. কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ধরন হলো –
- সম্পূর্ণ সরকারি মালিকানা
- আংশিক সরকারি মালিকানা
- সরকারি অথবা বেসরকারি মালিকানা
- বাণিজ্যিক ব্যাংকের মালিকানা
A,B
1806. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো –
- উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
- অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
- অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ
- উৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস
A,C
1807. কোনটি পূর্ত কাজ?
- মেডিকেল কলেজ স্থাপন
- রাস্তাঘাট নির্মাণ
- কর্মচারীকে বেতন প্রদান
- স্কুল কলেজ নির্মাণ
1808. যানবাহন নিবন্ধনের জন্য কোন ধরনের কর দিতে হয়?
- আবগারি শুল্ক
- যানবাহন কর
- আয়কর
- মূল্য সংযোজন কর
1809. বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণদান সংস্থার অনুমোদিত মূলধন কত?
- ১০ কোটি টাকা
- ১৫ কোটি টাকা
- ২০ কোটি টাকা
- ২৫ কোটি টাকা
1810. হুন্ডির মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হওয়ার কারণ –
- নগদ অর্থের অভাব
- বৈদেশিক মুদ্রার সংকট
- সহজ ও নিরাপদ লেনদেনের তাগিদ
- খরচ কম লাগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 181"