এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট – 179
1781. বাণিজ্যিক ব্যাংক কোন ঋণ প্রদান করে থাকে?
- স্বল্পমেয়াদি
- দীর্ঘমেয়াদি
- অতি স্বল্পমেয়াদি
- অতি দীর্ঘমেয়াদি
1782. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক?
- বিশেষ ঋণদানকারী সংস্থা
- সরকারি ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
1783. কত সালে বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
- 1972
- 1973
- 1974
- 1975
1784. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য –
- ঋণদান করা
- হুন্ডি বাট্টা করা
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
- অর্থ জমা রাখা
1785. বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে?
- মুদ্রা কম ছাপায়
- ঋণ নিয়ন্ত্রণ করে
- বাণিজ্যিক ব্যাংককে চাপে রাখে
- বার্ষিক বাজেটের সমালোচনা করে
1786. বাংলাদেশ শিল্প ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে?
- দীর্ঘমেয়াদি
- স্বল্পমেয়াদি
- মধ্যমেয়াদি
- স্বল্প ও মধ্যমেয়াদি
1787. সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করতে হবে কেন?
- সরকারের উন্নয়নের জন্য
- সামাজিক উন্নয়নের জন্য
- দেশের সামষ্টিক উন্নয়নের
- অর্থনৈতিক উন্নয়নের জন্য
1788. অর্থ তরল সম্পদ কেন?
- স্থানান্তরযোগ্য
- চাহিদার গ্রাহককে প্রদানের ক্ষমতা
- সহজে সঞ্চয় করা যায়
- মূল্যের পরিমাপক বলে
1789. কোন আমানতের ওপর ব্যাংক কোনো সুদ দেয় না?
- অস্থায়ী আমানত
- চলতি আমানত
- সঞ্চয়ী আমানত
- স্থায়ী আমানত
1790. সঞ্চয়ী আমানত সপ্তাহে কতবার উঠানো যায়?
- এক
- দুই
- তিন
- চার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)
এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)
এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
0 responses on ""বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 179"