
বাংলাদেশে ৬ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী থাকলেও মাত্র ২২ শতাংশ ব্যবহারকারী অনলাইনে শপিং করে। এর বড় কারণ অনলাইন পেমেন্টের জটিলতা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ও ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর যৌথ আয়োজনে ই-কমার্স পেমেন্টস ও লজিস্টিকসের উপর এক সেমিনার বক্তারা এ কথা জানান। সেমিনারে ই-কমার্সের প্রসারে মূল প্রতিবন্ধকতাগুলো, ই-কমার্স ইকোসিস্টেমে বিনিয়োগের উপায় এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রণীত আইনের উপরে গুরুত্ব দেয়া হয়।
এসময় বলা হয়, প্রতিমাসে ডাবল-ডিজিট বৃদ্ধির জন্য বাংলাদেশে ই-কমার্স মার্কেটে একটি বিশাল অগ্রগতির সম্ভাবনা রয়েছে। দেশে প্রয়োজনীয় ই-পেমেন্ট ও লজিস্টিক ফ্রেমওয়ার্ক না থাকার কারনে এই বিকাশমান বাজারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, এমসিসিআই এর সহ-সভাপতি গোলাম মাইনুদ্দিন, ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাসেম এমডি শিরিন, আজকেরডিল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
আরো পড়ুন: