বাংলাদেশের-স্বাধীনতা-লাভ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1000
9991. নবাব স্যার সলিমুল্রাহর পিতা কে ছিলেন?
- নবাব খাজা আহসানুল্লাহ
- নবাব খাজা নাজিমুদ্দিন
- নবাব শরিফুদ্দিন
- খাজা জুলফিকার আলী
9992. নওয়াব আব্দুল লতিফের চেষ্টায় কোন ফান্ডের অর্থ সমগ্র মুসলমানদের মধ্যে ভাগ করা হয়?
- উন্নয়ন ফান্ড
- শিক্ষা্ ফান্ড
- মুহসীন ফান্ড
- ওয়াকফ ফান্ড
9993. মওলানা ভাসানী মুসলমানদের পৃথক কিসের সপক্ষে জনমত গড়ে তোলেন?
- শাসনব্যবস্থা
- রাজধানী
- আবাসভূমি
- শিক্ষাব্যবস্থা
9994. মুসলিম লীগের’প্রকৃত নাম ছিল-
- আঞ্চলিক মুসলিম লীগ
- ভারতীয় মুসলিম লীগ
- নিখিল ভারত মুসলিম লীগ
- নিখিল ভারত ধর্মীয় দল
9995. মওলানা ভাসানী কারাগার থেকে বের হয়ে কোন আন্দোলন গতে তোলেন?
- বিধবা আন্দোলন
- ফরায়েজী আন্দোলন
- কৃষক আন্দোলন
- প্রজা আন্দোলন
9996. শেরে বাংলা কলকাতায় ছাত্রদের জন্য প্রতিষ্ঠা করেন-
- বেকার হোস্টেল
- এতিম হোস্টেল
- কর্মজীবী হোস্টেল
- শিক্ষক হোস্টেল
9997. ব্রিটেনের সংসদীয় নির্বাচনে চিত্তরঞ্জন দাস কার পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাজনী কাজে অংশগ্রহণ করেন?
- ভূবন মোহন দাস
- উইলিয়ামসন
- নওরোজী
- মুন্সী রউফ
9998. তিতুমীরের পৃকৃত নাম কী?
- সৈয়দ আহমদ ব্রেলভী
- শাহ ওয়ালী উল্ল্যা
- হাজী শরীয়তউল্লাহ
- সৈয়দ মীর নিসার আলী
9999. নিখিল বঙ্গ প্রজা সমিতি ১৯৩৬ সালে কোন নাম ধারণ করে?
- শিক্ষক প্রজা পার্টি
- কৃষক প্রজা পার্টি
- সামরিক প্রজা পার্টি
- সাংবাদিক প্রজা পার্টি
10000. বেঙ্গল প্যাক্ট হলো-
- হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ানোর চেষ্টা
- হিন্দু-মুসলিম ফেডারেশনের সাংবিধানিক দলিল
- হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িকতা বাড়ানো
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের স্বাধীনতা-লাভ - এইচএসসি-পৌরনীতি-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1000"