বাংলাদেশের-স্বাধীনতা-লাভ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 999
9981. তিতুমীরের প্রকত নাম কী?
- সৈয়দ আহমদ ব্রেলভী
- শাহ ওয়ালীউল্লাহ
- হাজী শরীয়তউল্লাহ
- সৈয়দ মীর নিসার
9982. বঙ্গভঙ্গ সমর্থন’ স্যার সলিমুল্লাহর কোন ধরনের উল্লেখযোগ্য অবদান ছিল?
- আন্তর্জাতিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সামাজিক
9983. তিতুমীর নারিকেলবাড়িয়া কেন্দ্র স্থাপন করেন কত সালে?
- ১৮২৮ সালে
- ১৮৩০ সালে
- ১৮৩১ সালে
- ১৮৩৫ সালে
9984. এ. কে. ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করেন?
- ১৭৭২ সালে
- ১৭৮৩ সালে
- ১৮৭৪ সালে
- ১৮৯৪ সালে
9985. কত সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২নং বাড়িতে সপরিবারে নিহত হন?
- ২ সে ১৯৭৫
- ১১ জুলাই ১৯৭৫
- ১৫ আগস্ট ১৯৭৫
- ২৯ নভেম্বর ১৯৭৫
9986. ধর্মীয় শিক্ষাকে ব্যক্তিগত জীবনে অর্থবহ করে তোলার নির্মিত্তে হাজী শরীয়াতউল্লাহ কোথায় গমন করেন?
- মিসর
- জেদ্দা
- মক্কা
- মদিনা
9987. কোন রাজনৈতিক ব্যক্তিকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
- চিত্তরঞ্জন দাস
- এ.কে. ফজলুল হক
- ভুবনমোহন দাস
- সোহরাওয়ার্দী
9988. ফারাক্কা লংমার্চ কার নেতৃত্বে হয়?
- মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে
- সাম্যবাদী নেতাদের নেতৃত্বে
- ভারতবিরোধী নেতাদের নেতৃত্বে
- গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় কমিটির নেতৃত্বে
9989. বাঙ্গাল খেদা’ আন্দোলনের প্রতিবাদে মওলানা ভাসানী কী করেছিলেন?
- হরতাল ডেকেছিলেন
- প্রতীকী অনশন করেছিলেন
- আমৃত্যু অনশন করেছিলেন
- জনসমাবেশ ডেকেছিলেন
9990. কোথায় অবস্থানকালে ভাসানী খেলাফত আন্দোলনে যোগদান করেন?
- আসাম
- পাঞ্জাব
- দিল্লি
- কলকাতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-স্বাধীনতা-লাভ - এইচএসসি-পৌরনীতি-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 999"