বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1633
16321. জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়?
- জেলা পরিষদের চেয়ারম্যান দ্বারাসিটি মেয়র
- কমিশনার ও ইউপি চেয়ারম্যান সদস্যদের দ্বারাসংসদ সদস্যদের দ্বারা
- উপজেলা সদস্যদের দ্বারা
16322. উদ্দীপকের শামীমকে তার সনদের জন্য কোথায় যেতে হবে?
- জেলা পরিষদ
- সরকার
- রাষ্ট্র
- স্থানীয় সরকার
16323. উদ্দীপকে উল্লিখিত সনদটি শামীমের লাগতে পারে –
- চাকরির আবেদনের জন্য 2. পরিচয়ের ক্ষেত্রে 3. বিভিন্ন অফিসিয়াল কাজে
A,B,C
16324. জেলা পরিষদ স্থানীয় সরকারের কোন স্তর?
- ১ম
- ২য়
- সর্বনিম্ন
- সর্বোচ্চ
16325. কতজন নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
- ১০ জন
- ১১ জন
- ১২ জন
- ১৩ জন
16326. কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ওপর ভিত্তি করে স্থানীয় সরকারের রূপ কয় ধরনের হয়?
- তিন
- দুই
- চার
- পাঁচ
16327. ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা কতটি ওয়ার্ডের দায়িত্ব পালন করেন?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
16328. সংসদ সদস্যদের উপজেলা পরিষদে ভূমিকা কী?
- পরিচালনা করা
- দায়িত্বে থাকা
- পরামর্শকের ভূমিকা
- কর্মকর্তার ভূমিকা
16329. নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার –
- আয়ের সনদপত্র সত্যায়িত করে
- জন্ম নিবন্ধন সনদ প্রদান করে
- নাগরিক সনদ প্রদান করে
A,B,C
16330. জেলা পরিষদের মেয়াদ কত বছর?
- ৩ বছর
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1633"