বাংলাদেশের-সরকার-ও-প্রশাসনিক-কাঠামো – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1020
10191. রাষ্ট্রপতি কয় বছরের জন্য নির্বাচিত হন?
- ৫ বছর
- ৪ বছর
- ৩ বছর
- ২ বছর
10192. বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষভাবে কোন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে?
- আইন বিভাগ
- বিচার বিভাগ
- শাসন বিভাগ
- সামরিক বিভাগ
10193. সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ সংসদের আইনের দ্বারা নির্ধারিত হবে’- এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
- ৮৩ নং অনুচ্ছেদে
- ৮৪ নং অনুচ্ছেদে
- ৮৫ নং অনুচ্ছেদে
- ৮৬ নং অনুচ্ছেদে
10194. রাষ্ট্রপতিকে কার পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়?
- সচিবের
- উপদেষ্টার
- প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদের
10195. বাংলাদেশের প্রশাসনের স্নায়ুকেন্দ্র কোনটি?
- সচিবালয়
- গণভবন
- বঙ্গভবন
- পররাষ্ট্র দপ্তর
10196. জাতীয় সংসদে বিতর্ক অনুষ্ঠিত হয়-
- কর্মকমিশনের রিপোর্টের ওপর
- সুপ্রিম কোর্টের রায়ের ওপর
- মহাহিসাব নিরীক্ষকের বার্ষিক রির্পোটের ওপর
A,C
10197. নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দলের প্রধানকে রাষ্ট্রপতি কী হিসেবে নিয়োগ প্রদান করেন?
- প্রধানমন্ত্রী
- ন্যায়পাল
- প্রধান বিচারপতি
- প্রধান উপদ্রেষ্টা
10198. বাংলাদেশের প্রথমবারের মতো এক দম্পত্তি প্রশাসকের সর্বোচ্চ পদ তথা সচিব পদে অধিষ্ঠিত হয়েছেন। স্বামী দুর্নীতি দমন কমিশনের সচিব পদে কর্মরত রয়েছেন ২০১৩ সাল থেকে । সম্প্রতি তার স্ত্রীও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন।উক্ত পদে অধিষ্ঠিত থেকে উক্ত দম্পত্তিকে যে কাজ করতে হবে-
- সরকারের যাবতীয় পরিকল্পনা
- বাস্তবায়নাধীন পরিকল্পনা মূল্যায়ন
- কর্মকর্তা ব্যবস্থাপনা
A,B,C
10199. উক্ত দম্পত্তির কর্মরত সংগঠন মুলত কোনটির সমন্বিত রূপ?
- মন্ত্রণালয়
- জেলা আদালত
- বিভাগীয় প্রশাসন
- উপজেলা প্রশাসন
10200. ১৯৯৮ সালে কোন বিল পাসের মাধ্যমে উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়?
- স্থানীয় সরকার বিল
- উপজেলা সরকার অধ্যাদেশ
- উপজেলা পরিষদ বিল
- স্থানীয় সরকার অধ্যাদেশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-সরকার-ও-প্রশাসনিক-কাঠামো - এইচএসসি-পৌরনীতি-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1020"