বাংলাদেশের-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1369
13681. বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ?
- পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর করতে
- জনগণের কল্যাণ সাধন করতে
- জাতীয় সম্পদের সংরক্ষণ করতে
- আত্মনির্ভশীল জাতি গঠন করতে
13682. ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ করার ফলে-
- শিক্ষার সুযোগ সৃষ্টি হয়
- পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পায়
- দরিদ্রতা দূরীভূত হয়
A,B
13683. গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে-
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- বৃহৎ শিল্প
A,B
13684. সরকার কোন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুযোগ সুবিধা প্রদান করছে?
- বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
- বেসিক ব্যাংক লিমিটেড
13685. নিরঞ্জন দাস তার গ্রামের বাড়িতে মাটি দিয়ে হাড়ি, কলস, ফুলের টব ও বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করে। নিরঞ্জনের শিল্পটি কোন ধরনের শিল্প?
- মৃৎ শিল্প
- হস্ত শিল্প
- খেলনা শিল্প
- ক্ষুদ্র শিল্প
13686. কুটির শিল্পের চাহিদা বৃদ্ধিতে কোন জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে?
- পণ্য প্রচারণার জ্ঞান
- বিক্রয়ের কৌশল জ্ঞান
- পণ্য সংরক্ষণের জ্ঞান
- ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান
13687. বাংলাদেশের কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
- মূলধন
- সঞ্চয়
- পরিবার
- শ্রম
13688. কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
13689. স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- কুটির শিল্প
A,B
13690. যেসব উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে সেসব শিল্পকে কোন ধরনের শিল্প বলে?
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- বৃহৎ শিল্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-শিল্প - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1369"