বাংলাদেশের-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1367
13661. কীসের ওপর শিল্পের সাফল্য গড়ে ওঠে?
- মূলধনের
- দক্ষ শ্রমশক্তির
- আধুনিক প্রযুক্তির
- বিদেশি বিশেষজ্ঞের
13662. ক্ষুদ্র ও কুটির শিল্প সংগঠন গড়ে তুলেছেন কে?
- সরকার
- উদ্যোক্তা
- ব্যবসায়ী
- শিল্প মন্ত্রী
13663. মোট জাতীয় উৎপাদনে ২০০৯-২০১০ আর্থিক বছরে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান কত?
- 0.1263
- 0.1218
- 0.1268
- 13
13664. ক্ষুদ্র ও শিল্পের উন্নতির জন্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন-
- ক্ষুদ্র ও কুটির শিল্পকে বৃহদায়তন শিল্পের পরিপূরক হিসেবে গড়ে তুলতে হবে
- প্রয়জনীয় ক্ষেত্রে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা দিতে হবে
- সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে
A,B
13665. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে কোন শিল্প?
- বৃহৎ শিল্প
- কুটির শিল্প
- সার শিল্প
- চা শিল্প
13666. জনাব রহমান খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচা-কেনা করেন। জনাব রহমান জড়িত কোন শিল্পে?
- ক্ষুদ্র শিল্পে
- বৃহৎ শিল্পে
- কুটির শিল্পে
- ভারী শিল্পে
13667. লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
- উৎপাদন শিল্প
- সেবা শিল্প
- মাঝারি শিল্প
- কুটির শিল্প
13668. মুক্তা লেখাপড়া শেষ করে নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। মুক্তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
- উৎপাদন শিল্প
- সেবা শিল্প
- কুটির শিল্প
- মাঝারি শিল্প
13669. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- বৃহৎ শিল্প
A,B
13670. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে-
- কাঁচামাল ক্রয় নিশ্চিত করা গেলে
- উৎপাদন নিশ্চিত করা গেলে
- উতপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা গেলে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-শিল্প - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1367"