বাংলাদেশের-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1364
13631. উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়-
- শ্রম ব্যবহারের মাধ্যমে
- যন্ত্র ব্যবহারের মাধ্যমে
- মেধা ব্যবহারের মাধ্যমে
A,B
13632. মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান কত?
- 0.0514
- 0.0518
- 0.0526
- 5
13633. ক্ষুদ্র শিল্প সম্পর্কে উপযুক্ত তথ্য হলো-
- দেশজ কাঁচামাল
- উপযুক্ত শ্রমিক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা যায়বৃহদায়তন শিল্পের কাঠামো শক্তিশালীকরণে সহায়তা করায় এর নিজস্ব কাঠামো দুর্বল থেকে যায়
- বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম
A,B
13634. বিশ্বনাথ দিগরাজ বাজারে ভাড়া করা ঘরে দা, বটি, কোদাল, কাচি তৈরির কারখানা চালু করল। বিশ্বনাথের কারখানাটি কোন জাতীয় শিল্প?
- ক্ষুদ্র শিল্প
- লৌহ শিল্প
- ইস্পাত শিল্প
- ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প
13635. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে-
- নিজের শ্রম ও মেধা খাটিয়ে
- স্থানীয় কাঁচামাল ব্যবহার করে
- দক্ষ শ্রমিক নিয়োগ করে
A,B
13636. দেশের কত ভাগ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত?
- ৬৬ ভাগ
- ৭৬ ভাগ
- ৮৬ ভাগ
- ৯৬ ভাগ
13637. কুটির শিল্পের প্রধান কর্মী কে?
- শ্রমিক
- পরিবারের সদস্যরা
- খন্ডকালীন কর্মী
- বেতনভুক্ত কর্মী
13638. কুটির শিল্প সাধারণত পরিচালিত হয়-
- স্বামী-স্ত্রী দ্বারা
- পুত্র-কন্যা দ্বারা
- ভাই-বোন দ্বারা
A,B
13639. কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো গড়ে ওঠে-
- স্বল্প মূলধন ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে
- ব্যক্তিগত নৈপুন্য ও সৃজনশীলতার ভিত্তিতে
- আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ভিত্তিতে
A,B
13640. ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে প্রয়োজন-
- দক্ষ জনশক্তির প্রাপ্যতা
- স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা
- পূর্ব অভিজ্ঞতা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-শিল্প - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1364"