বাংলাদেশের-বৈদেশিক-নীতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1054
10531. দুই বন্ধু হাসিব ও সাকিব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশ দিয়ে যাচ্ছে। হাসিব সাকিবকে বলে, এ মন্ত্রণালয়ের মাধ্যমেই বৈদেশিক চাকরির সুযোগ-সুবিধা সৃষ্টি হয়।হাসিব ও সাকিব যে মন্ত্রণালয়ের পাশ দিয়ে যাচ্ছে তার বৈশিষ্ট্য হলো-
- সাম্রাজ্যবাদ বিরোধী
- স্বাধীন ও নিরপেক্ষ নীতি
- শান্তিপূর্ণ সহঅবস্থান নীতি
A,B,C
10532. যে মন্ত্রণালয়ের পাস দিয়ে যাচ্ছিল সে মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রথমে কী করা উচিত হবে?
- দেশকে পরাশক্তি থেকে রক্ষা করা
- বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে কুৎসা রটনা করা
- দেশের সার্বভৌমত্বের আঘাত হানা
- পরাশক্তির লেজুড়বৃত্তি করে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলা
10533. বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম দেশের কী রয়েছে?
- পররাষ্ট্রনীতি
- সামরিক বাহিনী
- গণতন্ত্র
- ধর্মীয় নিরাপত্তা
10534. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কয়টি?
- 206
- 26
- 27
- 28
10535. সার্ক গঠনের মূল উদ্যেক্তা ছিল-
- বাংলাদেশ
- ভারত
- মালদ্বীপ
- পাকিস্তান
10536. ১৯৬৪ সালে PLO গঠন করে-
- ইসরাইলীয়রা
- ফিলিস্তিনিরা
- লেবানিজরা
- মিসরীয়রা
10537. কত সালে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
- ২৬ জুন ১৯৪৪
- ২৬ জুন ১৯৪৫
- ২৬ জুন ১৯৪৬
- ২৬ জুন ১৯৪৭
10538. বৈদেশিক নীতি হচ্ছে আন্তজার্তিক পরিমন্ডলে একটি রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া সমষ্টি- উক্তিটি- কার?
- জোসেফ ফ্রাঙ্কেল
- জোসেফ রোজনাও
- জেমস রোজনাও
- জেমস উইলিয়ামসন
10539. ঢাকায় অবস্থি হলো-
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র
- সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র
- সার্ক শিক্ষা কেন্দ্র
A,B
10540. সার্ক গঠনের পূর্বে পররাষ্ট্র সচিবগণ ঢাকায় কোন মাসে মিলিত হন?
- জানুয়ারি
- ফেব্রুয়ারি
- মার্চ
- এপ্রিল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-বৈদেশিক-নীতি - এইচএসসি-পৌরনীতি-2-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1054"