বাংলাদেশের-বৈদেশিক-নীতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1052
10511. বাংলাদেশের কয়টি শান্তিরক্ষী মিশন বর্তমানে চালু রয়েছে?
- 12
- 13
- 14
- 15
10512. ১৯৬৭ সালের কত তারিখে জাতিসংঘ ইসরাইলকে দখলকৃত ভূমি ছেড়ে দেবার আহ্বান জানায়?
- ২২ নভেম্বর
- ২৩ নভেম্বর
- ২৭ নভেম্বর
- ২২ ডিসেম্বর
10513. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-
- ১৩৬ তম সদস্য হিসেবে
- ১৯৭৩ সালের ১৭ সেপ্টেম্বর
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
A,C
10514. ১৯৪৯ সালে কোন বিতর্কিত রাষ্ট্রকে জাতিসংঘ সদস্যপদ প্রদান করে?
- ফিলিস্তিন
- দক্ষিণ সুদান
- ইসরাইল
- পূর্বতিমুর
10515. প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল-
- ৪টি
- ৫টি
- ৬টি
- ৭টি
10516. স্যার নিনিয়ান কার বিশেষ দূত?
- কমনওয়েলথ মহাসচিব
- সার্ক মহাসচিব
- জাতিসংঘ মহাসচিব
- ন্যাটো মহাসচিব
10517. একক ইউরোপীয় বাজার প্রতিষ্ঠার উদ্যেগ নেওয়া হয়-
- ১৯৯০ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯২ সালে
- ১৯৯৩ সালে
10518. সার্কের বর্তমান চেয়ারপারসন কে?
- আবুল আহসান
- নাভিন থাপা
- মোঃ ওয়াহিদ
- জিগমে খিরসে ওয়াংচুক
10519. ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র হলো-
- ফ্রান্স
- ইতালি
- পোল্যান্ড
A,B
10520. বৈদেশিক নীতির সাথে যেসব বিষয় জড়িত তা হলো-
- বৈদেশিক সম্পর্ক স্থাপন
- সংরক্ষন
- সম্প্রসারণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-বৈদেশিক-নীতি - এইচএসসি-পৌরনীতি-2-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1052"