বাংলাদেশের-বৈদেশিক-নীতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1060
10591. ইভটিজিং’ এক ধরনের-
- নির্যাতন
- অত্যাচার
- নারী নির্যাতন
- পুরুষ নির্যাতন
10592. কীসের অভাবে দূর্নীতি জন্ম নেয়?
- নিরপেক্ষতা
- বিচার বিভাগের স্বাধীনতা
- সুশাসন
- দায়িত্বশীল সরকার
10593. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে?
- ৭৭ নং অনুচ্ছেদে
- ৭৯ নং অনুচ্ছেদে
- ৮১ নং অনুচ্ছেদে
- ৯১ নং অনুচ্ছেদে
10594. জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?
- কাঠ
- জীবাশ্ম
- ইট
- পাথর
10595. জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কোন রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে?
- ডায়রিয়া
- ক্যান্সার
- এইডস
- সোয়ানই ফ্লু
10596. খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কোনো দ্রব্য যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাদের কী বলে?
- দূষিত খাদ্যে
- ফরমালিন যুক্ত খাদ্য
- ভেজাল খাদ্য
- মেয়াদ উর্ত্তীর্ণ খাদ্য
10597. Syndrome অর্থ কী?
- অনেকগুলো রোগ লক্ষণের সমষ্টি
- রোগক্রান্ত
- ঘাটতি
- রোগপ্রতিরোধ
10598. আইলা’ সংঘটিত হয়-
- ২০০১ সালে
- ২০০৭ সালে
- ২০০৯ সালে
- ২০১০ সালে
10599. কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-এর হিসাবমতে, বাজারে যেসব খাদ্য বিক্রি হচ্ছে তার কত শতাংশ ভেজাল?
- 0.4
- 0.45
- 0.5
- 0.55
10600. এলাকার উচ্ছৃঙ্খল ও বখাটে যুবক ট্যারা দুলাল সর্বদা স্কুল-কলেজে যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এলাকার জনগণ মানব বন্ধন কর্মসূচি পালন করে।উদ্দীপকে উল্লিখিত অপরাধে সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদন্ড?
- 6
- 8
- 10
- 12
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-বৈদেশিক-নীতি - এইচএসসি-পৌরনীতি-2-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1060"