বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2058
20571. বাংলাদেশে বন্যায় –
- ফসলের ক্ষতি হয়
- প্রাণহানি ঘটে
- স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটে
A,B,C
20572. খরার প্রভাবে দেখা দেয় –
- দুর্ভিক্ষ
- অসুখের প্রাদুর্ভাব
- অগ্নিকান্ডের উপদ্রব
A,B,C
20573. ভূমিকম্পে কীভাবে তুমি তড়িৎজনিত দুর্ঘটনা রোধের ব্যবস্থা গ্রহণ করবে?
- বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রেখে
- বৈদ্যুতিক সংযোগ চালু রেখে
- দ্রুত বাড়ি থেকে বের হয়ে
- বিদ্যুৎ নিরোধক দন্ড ব্যবহার করে
20574. বাংলাদেশের বন্যার সাথে বঙ্গোপসাগর সম্পর্কযুক্ত। এক্ষেত্রে কোন প্রাকৃতিক ঘটনাটি সম্পর্কের যোগসূত্র বলে তুমি মনে কর?
- ঘূর্ণিঝড়
- জোয়ার ভাটা
- প্রচন্ড ঢেউ
- দ্বীপ সৃষ্টি
20575. আমাদের দেশে প্রায় কতগুলো নদীতে ভাঙন প্রবণতা দেখা যায়?
- 36
- 38
- 40
- 43
20576. কোন সময় নদী ভাঙনে জমির মালিকরা বেশি ক্ষত্রিগস্ত হয়?
- জুন থেকে জানুয়ারি
- মার্চ থেকে জুন
- জুলাই থেকে এপ্রিল
- জুন থেকে সেপ্টেম্বর
20577. বন্যা নিয়ন্ত্রণে প্রকৌশলগত ব্যবস্থাপনা কোনটি?
- দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি
- নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি
- নদী শাসনের ব্যবস্থা করা
- পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন সাধন
20578. কোন ধরনের নদীগুলো পলি দ্বারা আবৃত?
- মূল নদী
- শাখা নদী
- উপনদী
- নদীর মোহনা
20579. ২০০১ সালে কী পরিমাণ জমির ফসল নষ্ট হয়?
- ০.৪১ লক্ষ হেক্টর
- ১.৪২ লক্ষ হেক্টর
- ০.৪৩ লক্ষ হেক্টর
- ১.৪৩ লক্ষ হেক্টর
20580. আজাদ সখীপুর থানার অধিবাসী। তারা এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত। তারা ভিটামাটি হারা হওয়ার আশঙ্কা করছে। আজাদ এক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে শঙ্কিত?
- বন্যা
- ঘূর্ণিঝড়
- নদীভাঙন
- কালবৈশাখী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2058"