বাংলাদেশের-নির্বাচন-ব্যবস্থা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1048
10471. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ কয়টি আসন পায়?
- ৬টি
- ৫টি
- ৪টি
- ৩টি
10472. তত্ত্বাধায়ক সরকারের অধীনে তৃতীয় সংসদ নির্বাচন কোনটি?
- ৫ম
- ৬ষ্ঠ
- ৭ম
- ৮ম
10473. ৮ম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী রাজনৈতিক সংরক্ষিত মহিলা আসন লাভ করে-
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
10474. কিসের মাধ্যমে দেশে জনমতের প্রতিফলন ঘটে?
- নির্বাচন
- জনসভা
- পত্রপত্রিকা
- হরতাল
10475. প্রতিনিধি তৈরির প্রক্রিয়া হলো-
- মনোনয়ন
- সরকারি নিয়োগ
- নির্বাচন
A,B,C
10476. নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট কতটি আসন লাভ করে?
- 230
- 260
- 261
- 262
10477. ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে নির্বাচনে ৭৫ ভাগেরও বেশি ভোট পড়েছিল। এ দ্বারা সেদেশের জনগণের নির্বাচনের প্রতি কী ধরনের মনোভাব প্রকাশিত হয়েছিল?
- বিরুপ মনোভাব
- অভিজাতীয় মনোভাব
- স্বৈরতান্ত্রিক মনোভাব
- স্বতঃস্ফূর্ত মনোভাব
10478. বাংলাদেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
- 1973
- 1979
- 1986
- 1988
10479. দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় নাজিম সাহেব এবার ভোট দিতে বাড়িতে যেতে পারলেন না। তার কর্মরত প্রতিষ্ঠানের অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও নানা শঙ্কায় ভোটকেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করেন।উদ্দীপকের নাজিম সাহেব ও তার সহকর্মীরা ভোট না দিয়ে-
- গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছেন
- গণসার্বভৌমত্বের বিকাশে বাধা দিয়েছেন
- সুশাসন প্রতিষ্ঠায় অনাগ্রহ দেখিয়েছেন
A,B,C
10480. উদ্দীপকের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের কোন নীতিটি প্রতিফলিত হয়?
- সর্বজনীন ভোটাধিকার নীতি
- সর্বজনীন কর্মের নীতি
- সাম্যের অধিকারের নীতি
- মৌলিক অধিকার সংরক্ষণের নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-নির্বাচন-ব্যবস্থা - এইচএসসি-পৌরনীতি-2-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1048"