বাংলাদেশর-সংবিধান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1004
10031. বাংলাদেশের সংবিধান প্রণয়ণের জন্য একটি গণপরিষদ গঠিত হবে’ কোন আদেশে উল্লেখ করা হয়?
- স্থায়ী সংবিধান আদেশ
- অস্থায়ী সংবিধান আদেশ
- অস্থায়ী প্রতিনিধিত্বমূলক আদেশ
- অস্থায়ী কর্ম আদেশ
10032. সপ্তম সংশোধন আইনটি কবে প্রণীত হয়?
- ৫ এপ্রিল ১৯৭৯
- ২৯ জুন ১৯৮১
- ৮ জুলাই ১৯৮১
- ১০ নভেম্বর ১৯৮৬
10033. জনগনের মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে-
- সংবিধানে
- সংসদে
- সুপ্রিমকোর্টে
- সচিবালয়ে
10034. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এ পর্যন্ত কত বার সংশোধন করা হয়?
- ৩০ বার
- ৪০ বার
- ৫০ বার
- ৬০ বার
10035. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
- একাদশ
- দ্বাদশ
- ত্রয়োদশ
- চতুর্দশ
10036. বাংলাদেশের সংবিধান কয়টি সংশোধনী পেরিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে?
- ১৩টি
- ১৪টি
- ১৫টি
- ১৬টি
10037. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী সাংসদের আসন শূন্য হয়?
- ৬০-নং অনুচ্ছেদ
- ৭০-নং অনুচ্ছেদ
- ৭১-নং অনুচ্ছেদ
- ৮১-নং অনুচ্ছেদ
10038. কারও গৃহে প্রবেশ করা, তল্লাশি চালানো বা কাউকে আটক করা যাবে না- এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
- ৪৩ নং
- ৪৪ নং
- ৪৫ নং
- ৪৬ নং
10039. বাংলাদেশ সংবিধান কতটি ভাগে বিভক্ত?
- ১১টি
- ১২টি
- ১৩টি
- ১৪টি
10040. সংবিধানে কোন সংশোধনী দ্বারা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ পুনঃপ্রবর্তন করা হয়?
- দ্বাদশ
- এয়োদশ
- চতুর্দশপ
- পঞ্চদশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশর সংবিধান এইচএসসি-পৌরনীতি"