বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2522
25211. থার্মোমিটারের মধ্যে কোন পদার্থ ব্যবহার করা হয়?
- তাপমিতিক পদার্থ
- কুপরিবাহী
- অর্ধপরিবাহী
- অন্তরক
25212. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
- পুনঃশিলীভবন
- গলনাঙ্ক
- বাষ্পীভবন
- শিশিরাঙ্ক
25213. কোনো একটি বস্তুর তাপমাত্রা। K বাড়াতে যে তাপ লাগে, তার তাপমাত্রা 10K বাড়াতে কতগুণ তাপের প্রয়োজন হয়?
- দু’গুণ
- পাঁচ গুণ
- দশ গুণ
- পঞ্চাশ গুণ
25214. চাপ বাড়লে মোমের গলনাঙ্ক কী হয়?
- বাড়ে
- কমে
- অপরিবর্তিত থাকে
- চাপের উপর নির্ভরশীল নয়
25215. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-
- ধীরে হয়
- দ্রুত হয়
- হয় না
- অসীম হয়
25216. দুটি বস্তুর তাপমাত্রা একই হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
- তাপের পরিমাণও একই হবে
- তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
- তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
25217. প্লাটিনামের আপেক্ষিক তাপ 126Jkg-1K-1 বলতে বুঝায়-
- 1kg প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 126J তাপের প্রয়োজন হয়
- 1kg প্লাটিনামের তাপমাত্রা 126K বাড়াতে। J তাপের প্রয়োজন হয়
- 1gm প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 0.03 Cal তাপের প্রয়োজন হয়।
A,C
25218. তরলের প্রসারণ কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
25219. কোনো পদার্থকে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
- বাষ্পায়ন
- ঘণীভবন
- বাষ্পীয় ভবন
- পুনঃ শিলীভবন
25220. কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলা হয়?
- দৈর্ঘ্য প্রসারণ
- ক্ষেত্র-প্রসারণ
- আয়তন প্রসারণ
- আপেক্ষিক তাপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর-উপর-তাপের-প্রভাব - এসএসসি-পদার্থ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2522"