বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2531
25301. কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-
- তাপমাত্রা বৃদ্ধির ফলে
- তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়
- তখন বস্তুটি প্রসারণ লাভ করে
A,B,C
25302. বায়ুশুন্য স্থানে বরফের গলনাঙ্ক কত?
- 00C
- 1000C
- 0.00780C
- 780C
25303. ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক কী?
- 00C
- 00F
- K
- R
25304. কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কি প্রসারণ বলে?
- প্রস্থ
- দৈর্ঘ্য
- ক্ষেত্রফল
- আয়তন
25305. সীসার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
- 130
- 400
- 230
- 2100
25306. প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
- হিমাঙ্ক
- বরফ বিন্দু
- নিম্ন স্থিরাঙ্ক
- উর্ধ্ব স্থিরাঙ্ক
25307. বস্তুর দৈর্ঘ্য প্রসারণ Δi(A)=?
- 0.033m
- 100.033m
- 99.96m
- 33×106m
25308. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে?
- তরল
- গলন
- জমাট
- স্ফুটন
25309. পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে পারদ দৈর্ঘ্যকে কী বলে?
- ত্রৈধবিন্দু
- তাপমাত্রিক ধর্ম
- নিম্নস্থিরাঙ্ক
- চাপমাত্রিক পদার্থ
25310. তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কীসের সমান হবে?
- 1K
- 1.01K
- 2F
- 1F
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর-উপর-তাপের-প্রভাব - এসএসসি-পদার্থ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2531"