বল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2482
24811. গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কেন?
- আরামবোধের জন্য
- নিরাপত্তার জন্য
- মেরুদন্ড সোজা রাখার জন্য
- গতি বাড়ানোর জন্য
24812. জুতার তলে খাঁজ থাকার ফলে কোন সুবিধাটি হয়?
- জুতা দেখতে দৃষ্টি নন্দন হয়
- জুতার ওজন কম হয়
- জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি পায়
- জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল কমে যায়
24813. আবর্ত ঘর্ষণ বল =
- পিছলানো ঘর্ষণ বল
- আবর্ত ঘর্ষণ বল > পিছলানো ঘর্ষণ বল
- আবর্ত ঘর্ষণ বল < পিছলানো ঘর্ষণ বল
- আবর্ত ঘর্ষণ বল << পিছলানো ঘর্ষণ বল
24814. ব্রেক কষার পর গাড়ি মন্থর গতিতে চলে কেন?
- বেগ বৃদ্ধি পাওয়ার জন্য
- ত্বরণ বৃদ্ধি পাওয়ার জন্য
- বেগ হ্রাস পাওয়ার জন্য
- জড়তার উপস্থিতির জন্য
24815. বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায়। এ ঘটনাটি ব্যাখা করা যায় –
- ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
- শক্তির নিত্যতার সূত্র দ্বারা
- মহাকর্ষ সূত্র দ্বারা
24816. দুটি চৌম্বক মেরুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কোনটির অন্তর্ভুক্ত?
- দুর্বল নিউক্লীয় বলের
- সবল নিউক্লীয় বলের
- মহাকর্ষ বলের
- তাড়িতচৌম্বক বলের
24817. গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়েছে?
- ঘর্ষণ
- বল
- ত্বরণ
- ভরবেগ
24818. ঘর্ষণ বল কিসের উদাহরণ?
- অস্পর্শ বলের
- স্পর্শ বলের
- মহাকর্ষ বলের
- তাড়িতচৌম্বক বলের
24819. আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই কেন?
- স্পর্শ বলের কারণে
- অস্পর্শ বলের কারণে
- ঘর্ষণ বলের প্রভাবে
- প্রতিক্রিয়া বলের প্রভাবে
24820. দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলে –
- তাড়িতচৌম্বক বল
- মহাকর্ষ বল
- নিউক্লিয় বল
- ঘর্ষণ বল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বল - এসএসসি-পদার্থ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2482"