বল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2479
24781. 5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে –
- 12 ms-2
- 8 ms-2
- 13 ms-2
- 10 ms-2
24782. 2 kg ভরের একটি বস্তু 5 ms-1 বেগে চলতে থেকে 3 s পরে 8 ms-1 বেগ প্রাপ্ত হলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত?
- 1 N
- 2 N
- 3 N
- 4 N
24783. ভরবেগ কিসের উপর নির্ভর করে?
- ভর
- বেগ
- ভর ও বেগ
- কোনটিই নয়
24784. অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
- বেগ
- দিন
- বেগ অথবা দিক
- বেগ এবং দিক
24785. নিচের তথ্যগুলো লক্ষ কর –
- বস্তুর ভর যত বেশি জড়তা তত বেশি
- বস্তুর গতিশক্তি তিনগুণ হলে বেগ নয়গুণ
- কাঁদার মধ্যে গাড়ির চাকা আটকে শুধু ঘোরা পিছলানো ঘর্ষণ
A,C
24786. যাত্রীসহ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীদের ক্ষেত্রে কী ঘটবে?
- বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
- বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
- বাসযাত্রী ডানদিকে হেলে পড়বে
- বাসযাত্রী বামপাশে হেলে পড়বে
24787. সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
- ফুটবল
- ক্রিকেট
- রশি টানাটানি
- বেসবল
24788. যে সকল বল অন্য বলের কোনো রূপ নয়, তাদের সংখ্যা কত?
- ৩টি
- ৫টি
- ৪টি
- ২টি
24789. গতি জড়তা হচ্ছে –
- চলন্ত বাসে অবস্থান
- মহাশূন্যে নিক্ষিপ্ত বস্তু
- স্থির ট্রাক
A,B
24790. নিউটনের তৃতীয় সূত্রানুসারে –
- ক্রিয়াবল = প্রতিক্রিয়া বল
- ক্রিয়াবল > প্রতিক্রিয়া বল
- ক্রিয়াবল < প্রতিক্রিয়া বল
- ক্রিয়াবল আছে কিন্তু প্রতিক্রিয়া বল নাই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বল - এসএসসি-পদার্থ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2479"