বল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2478
24771. প্রকৃতি থেকে পাওয়া যায় –
- মহাকর্ষ ও তাড়িতচৌম্বক বল
- দুর্বল নিউক্লীয় বল
- সবল নিউক্লীয় বল
A,C
24772. নিউটনের অমর গ্রন্থ “ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”র মূল উপজীব্য কি ছিল?
- বস্তুর ভর
- বস্তুর গতি
- বল
- ত্বরণ
24773. নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হতে গুণগত সংজ্ঞা পাওয়া যায় –
- ভরের
- বলের
- জড়তার
- ত্বরণের
24774. গড়ানো মার্বেলকে টোকা দিলে এটি গতিশীল হয় কেন?
- বেগ বৃদ্ধি পায় বলে
- বেগ হ্রাস পায় বলে
- ত্বরণ ধ্রুব থাকে বলে
- ত্বরণ হ্রাস পায় বলে
24775. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে তাকে কোনটির জন্য?
- বল
- ত্বরণ
- ওজন
- ঘর্ষণ
24776. ভরবেগের সাথে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?
- প্রথম সূত্র
- জড়তার সূত্র
- দ্বিতীয় সূত্র
- তৃতীয় সূত্র
24777. কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
- স্থির থাকবে
- অসম বেগে চলতে থাকবে
- বেগ কমতে থাকবে
- বেগ বাড়তে থাকবে
24778. একটি আম গাছের আম এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল হল –
- টাম বল
- ঘর্ষণ বল
- অভিকর্ষ বল
- তড়িৎ বল
24779. ব্রেকের ভূমিকা কী?
- ত্বরণ বৃদ্ধি
- ঘর্ষণ বৃদ্ধি
- ঘর্ষণ হ্রাস
- গতি বৃদ্ধি
24780. ভরের মাত্রা হল –
- M
- L
- T
- S
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বল - এসএসসি-পদার্থ বিজ্ঞান-3"