বল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2475
24741. চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে –
- গতি
- বেগ
- ভর
- ব্রেক
24742. নিচের কোনটি মৌলিক বল?
- অভিকর্ষ বল
- চৌম্বক বল
- তাড়িতচৌম্বক বল
- ঘর্ষণ বল
24743. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময় ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে?
- 5 kg ms-1
- 10 kg ms-1
- 15 kg ms-1
- 20 kg ms-1
24744. কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
- ওজন
- ঘর্ষণ
- ভর
- অস্পর্শ বল
24745. ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর –
- সমান
- বিপরীত
- অসমান
- সমান ও বিপরীত
24746. একটি চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হবে –
- স্পর্শ বল
- অস্পর্শ বল
- দূরবর্তী বল
B,C
24747. ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে –
- একই বস্তুর উপর
- দুটি ভিন্ন বস্তুর উপর
- উপরের কোনটিই নয়
- উপরের দুটোই
24748. যে বস্তুর ভর বেশি তার জড়তা তত –
- বেশি
- কম
- সমান
- কোনটিই নয়
24749. একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে। এক্ষেত্রে শর্ত হলো –
- বেগ শূন্য হওয়া
- সরণ শূন্য হওয়া
- ত্বরণ শূন্য হওয়া
24750. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা –
- ভরবেগ
- ওজন
- বেগ
- ত্বরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বল - এসএসসি-পদার্থ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2475"