বল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2487
24861. বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
- মহাকর্ষ
- টান
- ঘর্ষণ
- তাড়িত চৌম্বক
24862. ঘর্ষণ বল কাজ করে –
- গতির দিকে
- গতির বিপরীতে
- গতির সমান্তরালে
- গতির উপর লম্বভাবে
24863. দুটি চুম্বক মেরুর মাঝে কাজ করে –
- আকর্ষণধর্মী বল
- বিকর্ষণধর্মী বল
- ঘর্ষণ বল
A,B
24864. কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বল সাম্যাবস্থায় থাকলে –
- বলগুলোর লব্ধির মান শূন্য হবে
- বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না
- যেকোনো দিক বলগুলোর উপাংশসমূহের যোগফল শূন্য হবে
A,B,C
24865. দূরবর্তী ভ্রমণের জন্য কোনটি খেয়াল রাখা বেশি প্রয়োজন?
- রাস্তা
- পরিবেশ
- উচ্চ বেগ
- ক ও খ
24866. পিছলানো ঘর্ষণের অন্য নাম কী?
- স্থিতি ঘর্ষণ
- আবর্ত ঘর্ষণ
- প্রবাহী ঘর্ষণ
- বিসর্প ঘর্ষণ
24867. মেঝের উপর দিয়ে একটি বাক্সকে টেনে নেয়ার সময় আমরা কোন বল প্রয়োগ করি?
- টান বল
- অস্পর্শ বল
- সাম্য বল
- অসাম্য বল
24868. নিউটনের গতির সূত্রানুসারে –
- বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে
- বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে
- নিউটনের প্রথম সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়
A,B
24869. একজন গোলকিপার 10 ms-1 বেগে একটি ফুটবল ধরল। গোলকিপার ও ফুটবলের ভর যথাক্রমে 70 kg ও 400 g হলে গোলকিপারের পশ্চাদবেগ হবে –
- 0.057 ms-1
- 0.205 kmh-1
- 17.6 ms-1
A,B
24870. নিচের কোনটি নিউক্লিয়নে অবস্থিত?
- নিউট্রন
- মেসন
- পজিট্রন
- ইলেকট্রন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বল - এসএসসি-পদার্থ বিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2487"