“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় D/ডি ইউনিট ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা নিচে বিস্তারিত দেওয়া হলো :
প্রার্থী কে অবশ্যই বাংলাদেশ এর নাগরিক হতে হবে ।
২০১১, ২০১২ ও ২০১৩ সনে SSC/সমমান এবং ২০১৪ ও ২০১৫ সনের HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।D ইউনিটঃ SSC ও HSC এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে ও দুইটা মিলে ৬.৫০ পয়েন্ট হতে হবে । এই ইউনিট এ এবার কোন বিষয় ভিত্তিক যোগ্যতা চাওয়া হয় নিহ ।তবে হ্যা ইংরেজী এ ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজী এ ১৬ মার্ক পেতে হবে আর বাংলায় ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় বাংলায় ১৬ পেতে হবে ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, মেমোরি কার্ড সহো সব ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট এ কোন কোন বিষয়ের ওপর কতো মার্ক এর পরীক্ষা হবে তা নিচে বিস্তারিত দেওয়া হলো 😀 ইউনিট এ মোট ৮০ মার্ক এর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
বাংলা ৩৫
জেনারেল নলেজ ১০
ইংরেজী ৩৫
প্রতিটি সাবজেক্ট এ আলাদা আলাদা ভাবে পাস করতে হবে । আর টোটাল পাস মার্ক ৩২ ।প্রতিটি সাবজেক্ট এ আলাদা আলাদা ভাবে পাস করতে হবে । আর টোটাল পাস মার্ক ৩২ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ওপর ৮০ মার্ক আর SSC ও HSC এর জিপিএর উপর (১০+১০)=২০ নম্বর যোগ করে মেধা তালিকা প্রনয়ন করা হবে ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিট এর আবেদন এর এডমিট কার্ড HSC/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে নাহ ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় D/ডি ইউনিটে কি কি সাবজেক্ট আছে আর সাবজেক্ট প্রতি আসন সংখ্যা কতোটি করে তা নিচে বিস্তারিত দেওয়া হলো 😀 ইউনিট ( মানবিক ) :
বাংলা- ৭০ টি
সাইন্স ১০
কমার্স ৫
আর্টস ৫৫
ইংরেজী– ৯০ টি
সাইন্স ১৫
কমার্স ১০
আর্টস ৬৫”
0 responses on "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় D/ডি ইউনিট ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন"