‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে সোমবার (৫ই জানুয়ারি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের নেতৃত্বে শোভাযাত্রাটি কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবন ও কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন চত্বর থেকে শুরু করে কটকা ও হাদী চত্বর হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বলেন, প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস পালনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে আশান্বিত করেছে। স্বল্প সময়ের জন্য হলেও এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। লন্ডনের মতো জায়গায় বই পাঠকের সংখ্যা হতাশাজনকহারে হ্রাস পেলেও খুলনা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে বিপুল উৎসাহের সৃষ্টি হয়েছে তাতে আমরা আশাবাদী। এখানে গ্রন্থচর্চার হার বাড়বে।

তিনি আরও বলেন, আগামী বছর দিবসটি আরও বড় পরিসরে পালনের আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থী বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে আগামী মার্চ মাসে ক্যাম্পাসে বই মেলার আয়োজন করা হবে বলে জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষার্থী বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আরো পড়ুন:

গ্রামীণ ফোনের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline