📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – That Vs Which

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

That Vs Which

উপরের ছবিতে দেখুনঃ

People that work in factories work hard.

এই বাক্যের that এর পরের work in factories বাদ দিলে sentence টি দাঁড়ায়,

People work hard.

বুঝতেই পারছেন, বাক্যের অর্থ সঠিক নেই। এই ক্ষেত্রে অবশ্যই that ব্যবহার করতে হবে।

পরের উদাহরণটি দেখুন,

Iphone, which is developed by apple, is expensive.

এই বাক্যের which এর পরের is developed by apple বাদ দিলে sentence টি দাঁড়ায়,

Iphone is expensive. বাক্যের অর্থ একটুও বদলায়নি। এরূপ ক্ষেত্রে which ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা দেখে নেই কখন that আর কখন which ব্যবহৃত হবে।

যদি নির্দিষ্ট কোন কিছু বুঝান হয়, তবে that ব্যবহার করতে হবে।

The shirt that I bought was cheap.

এখানে আমি যে shirt টি কিনেছি তার কথা বলা হচ্ছে। তাই এখানে that বসবে।

The diamonds that are found in Africa are sold to outside world.

শুধুমাত্র আফ্রিকার ডায়মন্ডের কথা বলা হচ্ছে। তাই এখানেও that বসবে।

Dogs that bark scare me.

শুধুমাত্র যে সব কুকুর ঘেউ ঘেউ করে তাদের কথা বলা হচ্ছে।

কিন্তু আমরা যদি লিখিঃ

Diamonds, which are expensive, are mostly found in Africa.

ডায়মন্ড সবসময়ই expensive. আলাদা করে কোন ডায়মন্ডের কথা বলা হচ্ছে না, তাই এখানে that ব্যবহার না করে  which ব্যবহার করা হয়েছে।

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - That Vs Which"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved